Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

 



বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ 



অতনু ঘোষ, মেমারি : করোনা অতিমারি মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে সংকট সময়ে বিধিনিষেধ মেনে চলার জন্য অনুরোধ করেছেন। কিন্তু কিছুতেই হুঁশ ফিরছে না সাধারণ মানুষের। প্রথম দফায় রাজ্য সরকারের ১৫ দিনের বিধিনিষেধের বিজ্ঞপ্তি জারি করেছিল। কিন্তু সংক্রমণ কিছুতেই আয়ত্তে আনা যায়নি। তাই বিধিনিষেধের মেয়াদ আরও ১৬ দিন দীর্ঘায়িত করেছে রাজ্য সরকার। 




বিধিনিষেধ জারি থাকার পরও রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সাধারণ মানুষ আইন অমান্য করে বাজার হাট থেকে শুরু করে রাস্তায় ঘোরাঘুরি করতে। এবার অমান্যকারী মানুষজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পথে নামল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। শনিবার মেমারি শহরের প্রাণকেন্দ্র চকদিঘী মোড়ে বিধিনিষেধ অমান্যকারিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল মেমারি থানার পুলিশ প্রশাসন। 




বেশকিছু মোটরবাইক আটক করা হয় এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। যেসব মানুষ জরুরী কাজে রাস্তায় বেরিয়েছে তাদের উপযুক্ত নথিপত্র দেখে যেতে দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে সকলের কাছে আবেদন করা হয় অতিমারি পরিস্থিতিতে বিধিনিষেধ মেনে চলুন, মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুরক্ষিত থাকুন।