রাজ্য পুলিশে ব্যাপক রদবদল

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

রাজ্য পুলিশে ব্যাপক রদবদল


 

রাজ্য পুলিশে ব্যাপক রদবদল


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ভোট পর্ব মিটতেই রাজ্য পুলিশের ব্যাপক রদবদল। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ নেওয়ার পরই এই নির্দেশিকা বেরিয়েছে। রাজ্যের বিভিন্ন জেলার পুলিশ পদে রদবদল করা হয়েছে। ঝাড়গ্রামের পুলিশ সুপার ইন্দিরা মুখার্জি কে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার পদের দায়িত্ব দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সুনীল কুমার যাদব কে অফিসার অন কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয়েছে। সুপার পদে রদবদল করা হয়েছে। 


                                  কামনাশীষ সেন


বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশের পুলিশ সুপার কামনাশীষ সেনকে পূর্ব বর্ধমানের পুলিশ সুপার পদের দায়িত্ব দেওয়া হয়েছে। সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট এর পুলিশ সুপার ভৈভব তিওয়ারিকে বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। সুন্দরবন ডিস্ট্রিক্ট পুলিশের পুলিশ সুপার পদে পাঠানো হয়েছে ভাস্কর মুখার্জি কে। নির্বাচনী বিধি নিষেধ আরোপ হওয়ার পর নির্বাচন কমিশন তাকে পূর্ব বর্ধমানের পুলিশ সুপার পদ থেকে সরিয়ে দিয়েছিল। ডিআইজি সিআইডি অপারেশন অজয় কুমার ঠাকুরকে আসানসোল দুর্গাপুর কমিশনারেট এর পুলিশ কমিশনার হিসেবে স্থানান্তরিত করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার দেবশ্রী দত্ত কে জলপাইগুড়ি পুলিশ সুপার পদের দায়িত্ব দেওয়া হয়েছে। দুর্গাপুর ট্রাফিকের পুলিশ সুপার শ্যাম সিং কে বাঁকুড়ার এসপি পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এস এস সিআইডি এস সেলমরগানকে পুরুলিয়ার এসপি পদে দায়িত্ব দেওয়া হয়েছে। ডায়মন্ডহারবার ডিস্ট্রিক্ট পুলিশের পুলিশ সুপার অরিজিত সিনহাকে কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক পদে নিয়ে আসা হয়েছে। এসপি কুচবিহার পদের দায়িত্ব দেওয়া হয়েছে কে কানন'কে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ডিসি জোন ১ ঈশানি পালকে কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট পুলিশের পুলিশ সুপার পদে দায়িত্ব দেওয়া হয়েছে। হাওড়া পুলিশ কমিশনারেট এর বিসি সাউথ জোন রাহুল দেখে দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার পদে দায়িত্ব দেওয়া হয়েছে। বারাসাত রেঞ্জের ডিআইজি মুখে অফিসার অন কম্পলসারি ওয়েটিং এ পাঠানো হয়েছে। সবমিলিয়ে আজ আইজিপি পার্সোনাল মোট ২৭ জন অফিসারকে বদলির আদেশ দিয়েছেন। জনস্বার্থেই এই রদবদল বলে জানা গেছে




Post a Comment

0 Comments