বর্ধমান শহরে করোনার ঢেউ আছড়ে পড়েছে
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : শহর বর্ধমানে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। গত ২৪ ঘন্টায় বর্ধমান পৌর এলাকায় ৩২৮ জন আক্রান্ত। দু'দিন সংক্রমণের হার একটু কম থাকলেও গত ২৪ ঘন্টায় বর্ধমান শহরে আক্রান্ত একলাফে দ্বিগুণ। পূর্ব বর্ধমান জেলায় গত ২৪ ঘন্টায় করোনা পজিটিভ হয়েছেন ৮৯৩ জন। এক বছরে এটাই সর্বোচ্চ। বর্ধমান শহরেও আক্রান্তের সংখ্যা শিখরে।
সরকারি তথ্য অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় এ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ৫৭৫৬ জন। গত ২৪ ঘন্টায় জেলায় করোনা পজিটিভ ৮৯৩ জন। এরমধ্যে বর্ধমান পৌর এলাকার রয়েছেন ৩২৮ জন। বাকিদের মধ্যে আউসগ্রাম ১ ব্লকে ১১ জন, আউসগ্রাম ২ ব্লকে ৩৭ জন। বর্ধমান ১ ব্লকে ৪১ জন, বর্ধমান ২ ব্লকে ৩৮ জন, দাঁইহাট পৌর এলাকায় ১৬ জন, গলসি ১ ব্লকের ৩৩ জন, গলসি ২ ব্লকে ১০ জন, জামালপুর ব্লকে ৬ জন, কালনা ১ ব্রকে ১৪ জন, কালনা ২ ব্লকে ২৩ জন, কালনা পৌর এলাকায় ১৭ জন, কাটোয়া ১ ব্লকে ১৬ জন, কাটোয়া ২ ব্লকে ২৪ জন, কাটোয়া পৌর এলাকায় ২১ জন, কেতুগ্রাম ১ ব্লকে ৮ জন, কেতুগ্রাম ২ ব্লকে ৩৭ জন, খন্ডঘোষ ব্লকে ১৩ জন, মন্তেশ্বর ব্লকে ১০ জন, মঙ্গলকোট ব্লকে ৫ জন, মেমারি পৌর এলাকায় ৯ জন, মেমারি ১ ব্লকে ৩৪ জন, মেমারি ২ ব্লকে ১৪ জন, পূর্বস্থলি ১ ব্লকে ১২ জন, পূর্বস্থলি ২ ব্লকে ১৩ জন, রায়না ১ ব্লকে ১৫ জন, রায়না ২ ব্লকে ১৩ জন এবং অন্য জেলা থেকে আসা ৩৬ জনের রিপোর্ট পজিটিভ হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশঃ খারাপ হচ্ছে। সাবধানে থাকুন। করোনা স্বাস্থ্য বিধি মেনে চলুন।