Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বজ্রাঘাতে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ


 

বজ্রাঘাতে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ


অতনু হাজরা : পূর্ব বর্ধমান জেলায় বজ্রাঘাতে মৃতদের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হলো। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার প্রায় সর্বত্র বজ্র-বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি হয়। জেলায় বাজে পড়ে মৃত্যু হয় তিন জনের। মৃতদের মধ্যে রয়েছেন জামালপুরের ন'পাড়া গ্রামের সঞ্জয় প্রামানিক (২৯), খন্ডঘোষ ব্লকের কুঞ্জনগর গ্রামের মুন্সী সরিফুদ্দিন (১৮) ও কাটোয়া ২ নম্বর ব্লকের নন্দীগ্রামের একাদি ব্যানার্জী। 

আজ পূর্ব বর্ধমান জেলা শাসকের কনফারেন্স হলে মৃতদের প্রত্যেকের পরিবারের হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়িকা শম্পা ধাড়া, জেলা শাসক প্রিয়াঙ্কা সিঙলা, অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) অনির্বান কোলে, বিধায়ক অলক কুমার মাঝি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম সহ অন্যান্যরা।

মঙ্গলবার প্রাকৃতিক দুর্ঘটনায় মৃতদের পরিবারের হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ তুলে দেওয়া হলো। মৃতদের পরিবারের তরফে ঝুমা প্রামাণিক, মুন্সী আবু সালাম ও বন্দনা ব্যানার্জী ক্ষতিপূরণের চেক গ্রহন করেন। দুঃসময়ে রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়ষী প্রশংসা করেছেন সকলেই।