চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # বাংলার চিকিৎসক উজ্জ্বল পোদ্দার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেরার তালিকায় #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

নব নির্বাচিত বিধায়ক কে সম্বর্ধনা


 

নব নির্বাচিত বিধায়ক কে সম্বর্ধনা


অতনু হাজরা, জামালপুর : গতকালই পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটের ফলাফল ঘোষণা হয়েছে। তাতে দেখা যায় সবুজ ঝড়ে প্রায় খড় কুটোর মত উড়ে গেছে গেরুয়া। ২১৩ টি আসন নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। পূর্ব বর্ধমানের ১৬ টি আসনের ১৬ টিতেই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। আজ পূর্ব বর্ধমান জেলার জামালপুর বিধানসভা কেন্দ্রের নব নির্বাচিত বিধায়ক আলোক কুমার মাঝি ও এই জয়ের অন্যতম কান্ডারি তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান কেও সম্বর্ধনা দিলো পূর্ব বর্ধমান জেলার পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির জামালপুর ব্লক শাখা। তাঁদের পক্ষ থেকে আইনুল বারি, কল্যাণ সরকার, রাজ কুমার ব্যানার্জী, অমিত সিংহরায় সহ অন্যান্যরা এই সম্বর্ধনা জানান।অলোক বাবু তাঁকে সম্বর্ধনা জানাবার জন্য তিনি শিক্ষকদের ধন্যবাদ জানান। যেকোনো দরকারে তিনি তাঁদের পাশে থাকবেন বলেও জানান। মেহেমুদ খান শিক্ষকদের সম্মান দিয়ে বলেন এই জয়ের কারিগর সবাই।শিক্ষকদের তিনি তৃণমূলের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান।




Post a Comment

0 Comments