চলে গেলেন বামপন্থী নেতা

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

চলে গেলেন বামপন্থী নেতা





চলে গেলেন বামপন্থী নেতা




অতনু হাজরা, জামালপুর : চলে গেলেন পূর্ব বর্ধমান জেলার জামালপুরের বামপন্থী নেতা পরেশ সাঁতরা। দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন তিনি। ছিল সুগার যার ফলে কিডনিও আক্রান্ত হয়েছিল। গতকাল রাত দশটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বামপন্থী নেতা।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। রেখে গেলেন স্ত্রী, পুত্র, পুত্রবধূ ও নাতনি সহ গুনমুগ্ধ অনেক মানুষকে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া জামালপুরের রাজনৈতিক মহলে। তাঁরই সহ কর্মী তথা পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য সমর ঘোষ জানান পরেশ সাঁতরা তাঁর বন্ধু স্থানীয় ছিলেন তাঁর মৃত্যুতে এক গভীর শূন্যতা সৃষ্টি হলো। তিনি ছিলেন গণআন্দোলনের নেতা। কৃষক, শ্রমিক আন্দোলনেও তাঁর বিরাট ভূমিকা ছিল। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি।জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান ও পূর্ত কর্মাধ্যক্ষ ও ব্লকের যুব তৃণমূলের সভাপতি ভুতনাথ মালিক তাঁর মরদেহে মালা দিয়ে শ্রদ্ধা জানান। মেহেমুদ খান বলেন রাজনীতিতে তিনি বিরোধী ছিলেন, কিন্তু তাঁর মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করেন ও তাঁর পরিবারকে সমবেদনা জানান। পরেশবাবুর মরদেহ সিপিএমের জামালপুর ব্লক পার্টি অফিসে আনা হয়। সেখান থেকে মরদেহ নিয়ে জামালপুরে সিপিএমের নেতৃত্ব ও কর্মীরা শোক মিছিল করে তাঁকে গ্রামের শ্মশানে নিয়ে যায়। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।



Post a Comment

0 Comments