Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

প্রবল বর্ষণে ক্ষয়-ক্ষতি সরেজমিনে পরিদর্শন


 

প্রবল বর্ষণে ক্ষয়-ক্ষতি সরেজমিনে পরিদর্শন


অতনু হাজরা, জামালপুর : গতকালই রাজ্যের উপর দিয়ে বয়ে গেছে বিধ্বংসী ঘূর্ণি ঝড় যশ।তছনছ করে দিয়েছে উপকূলবর্তী কয়েকটি জেলাকে। পূর্ব বর্ধমানে সেভাবে ক্ষয় ক্ষতি না হলেও প্রবল বর্ষণে মাটির বাড়ি গুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সব ক্ষতিগ্রস্ত বাড়ি গুলি সরেজমিনে দেখতে বের হলেন জামালপুর ব্লক প্রশাসনের কর্তাব্যক্তিরা। আজ জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, বিডিও শুভঙ্কর মজুমদার, পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের গ্রামে গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত বাড়ি ঘর নিজেদের চোখে দেখেন। আজ তাঁরা যান পাঁচড়া পঞ্চায়েতের সারাংপুর গ্রামে ও আঝাপুর পঞ্চায়েতের মসাগ্রাম স্টেশন সংলগ্ন অঞ্চলে। তাঁদের সাথে উপস্থিত ছিলেন পাঁচড়া পঞ্চায়েতের প্রধান লালু হেমব্রম, উপ প্রধান বিকাশ পাকরে, পঞ্চায়েত সদস্য জয়দেব দাস ও বিশিষ্ট সমাজসেবী ডাঃ প্রতাপ রক্ষিত। তাঁরা ক্ষতিগ্রস্ত প্রতিটি মাটির বাড়ি নিজেরা সরেজমিনে দেখেন।




 তাৎক্ষণিক ভাবে ক্ষতিগ্রস্ত মাটির বাড়ি গুলির পরিবারের হাতে ত্রিপল তুলে দেন যাতে ঘরে জল পড়াটা আটকানো যায়। বিধায়ক, বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সকলেই বলেন ক্ষতিগ্রস্ত মাটির বাড়িগুলিতে যাতে বাংলা আবাস যোজনায় ঘর দেওয়া যায় সেটা তাঁরা দেখবেন। এছাড়াও আজ তাঁরা তাদের যাবার পথে প্রবল বৃষ্টিতে মাঠের ফসল (তিল) যে ব্যাপক ভাবে ক্ষতি এবং এই বিষয়ে সহ কৃষি অধিকর্তার অফিসে গিয়ে তাঁকে রিপোর্টও করেন। সহ কৃষি অধিকর্তা সনজিবুল ইসলাম জানান তিনি তিল চাষের ব্যাপক ক্ষতি নিয়ে জেলায় রিপোর্ট করেছেন। তিনি জানান, প্রায় ৫৫০০ হেক্টর জমির তিল নষ্ট হয়ে গেছে। এইভাবে প্রশাসনের আধিকারিকরদের ও বিধায়ককে সামনে পেয়ে খুশি গ্রামের মানুষরা।