Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

প্রবল বর্ষণে ক্ষয়-ক্ষতি সরেজমিনে পরিদর্শন


 

প্রবল বর্ষণে ক্ষয়-ক্ষতি সরেজমিনে পরিদর্শন


অতনু হাজরা, জামালপুর : গতকালই রাজ্যের উপর দিয়ে বয়ে গেছে বিধ্বংসী ঘূর্ণি ঝড় যশ।তছনছ করে দিয়েছে উপকূলবর্তী কয়েকটি জেলাকে। পূর্ব বর্ধমানে সেভাবে ক্ষয় ক্ষতি না হলেও প্রবল বর্ষণে মাটির বাড়ি গুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সব ক্ষতিগ্রস্ত বাড়ি গুলি সরেজমিনে দেখতে বের হলেন জামালপুর ব্লক প্রশাসনের কর্তাব্যক্তিরা। আজ জামালপুরের বিধায়ক অলক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, বিডিও শুভঙ্কর মজুমদার, পূর্ত কর্মাধ্যক্ষ ভুতনাথ মালিক ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের গ্রামে গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত বাড়ি ঘর নিজেদের চোখে দেখেন। আজ তাঁরা যান পাঁচড়া পঞ্চায়েতের সারাংপুর গ্রামে ও আঝাপুর পঞ্চায়েতের মসাগ্রাম স্টেশন সংলগ্ন অঞ্চলে। তাঁদের সাথে উপস্থিত ছিলেন পাঁচড়া পঞ্চায়েতের প্রধান লালু হেমব্রম, উপ প্রধান বিকাশ পাকরে, পঞ্চায়েত সদস্য জয়দেব দাস ও বিশিষ্ট সমাজসেবী ডাঃ প্রতাপ রক্ষিত। তাঁরা ক্ষতিগ্রস্ত প্রতিটি মাটির বাড়ি নিজেরা সরেজমিনে দেখেন।




 তাৎক্ষণিক ভাবে ক্ষতিগ্রস্ত মাটির বাড়ি গুলির পরিবারের হাতে ত্রিপল তুলে দেন যাতে ঘরে জল পড়াটা আটকানো যায়। বিধায়ক, বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সকলেই বলেন ক্ষতিগ্রস্ত মাটির বাড়িগুলিতে যাতে বাংলা আবাস যোজনায় ঘর দেওয়া যায় সেটা তাঁরা দেখবেন। এছাড়াও আজ তাঁরা তাদের যাবার পথে প্রবল বৃষ্টিতে মাঠের ফসল (তিল) যে ব্যাপক ভাবে ক্ষতি এবং এই বিষয়ে সহ কৃষি অধিকর্তার অফিসে গিয়ে তাঁকে রিপোর্টও করেন। সহ কৃষি অধিকর্তা সনজিবুল ইসলাম জানান তিনি তিল চাষের ব্যাপক ক্ষতি নিয়ে জেলায় রিপোর্ট করেছেন। তিনি জানান, প্রায় ৫৫০০ হেক্টর জমির তিল নষ্ট হয়ে গেছে। এইভাবে প্রশাসনের আধিকারিকরদের ও বিধায়ককে সামনে পেয়ে খুশি গ্রামের মানুষরা।