ভয়াবহ পথ দুর্ঘটনা
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের চকদিঘিতে এক পথ দুর্ঘটনা গুরুতর আহত হয়েছেন দু'জন। জানা গেছে, মোটর বাইকে যাবার সময় চকদিঘি এলাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা ইলেকট্রিক পোলে গিয়ে সজোরে ধাক্কা মারে। বাইক আরোহী উত্তর মোহনপুরের প্রবীর নায়েক ও খ্রীস্টামপুরের সমর মালিক আহত হন।
স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে আসে। এখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা খারাপ থাকায় তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।