Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

লকডাউনের প্রথম দিনেই রাস্তায় নামলো পুলিশ


 

লকডাউনের প্রথম দিনেই রাস্তায় নামলো পুলিশ



ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : লকডাউনের প্রথম দিনেই রাস্তায় পুলিশের তৎপরতা লক্ষ্য করা গেল। এদিন বর্ধমানের কার্জন গেট চত্বরে পুলিশ দু চাকা এবং চারচাকা গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। জরুরী পরিষেবা ছাড়া রাস্তায় গাড়ি নিয়ে বের হলে তার যথাযথ কারণ এবং অনুমতি পত্র ছাড়া পুলিশ কোন গাড়িকে এগোতে দেয়নি। পুলিশের এই পদক্ষেপে খুশি বর্ধমানবাসী। রবিবার কার্জন গেট চত্বরে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়, ডিএসপি হেডকোয়ার্টার সৌভিক পাত্র ও বর্ধমান থানার আইসি পিন্টু সাহা।



এদিন বিভিন্ন দোকান বাজারেও পুলিশের সজাগ দৃষ্টি ছিল। ক্রেতা ও বিক্রেতা সকলেই মাস্ক ব্যবহার করছে কিনা ? সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সে বিষয়েও সতর্ক করা হয়েছে।


                                                        ছবি : অতনু হাজরা 

অন্যদিকে জামালপুরে সরকারি নির্দেশ মেনে আজ থেকে শুরু হয়েছে লকডাউন। রাস্তাঘাট শুনশান। সকাল ১০ টার পর জামালপুর বাসস্ট্যান্ড, থানামোড়, জামালপুর বাজার, হালারা মোড় সহ সব জায়গাতেই দোকানপাট বন্ধ। কেবল নিয়ম মেনে মিষ্টির দোকান, ওষুধের দোকান খোলা রয়েছে।




 বাসস্ট্যান্ড পুরো ফাঁকা, সারি দিয়ে দাঁড়িয়ে আছে বাস। দেখা মেলেনি ইকোরিকশা, অটো বা অন্যান্য গাড়ির। প্রয়োজন ছাড়া রাস্তায় নেই মোটরসাইকেল বা প্রাইভেট কার।