Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

স্কুল ছুটি থাকলেও বিরাম নেই করোনা যোদ্ধা শিক্ষক শ্যামল জানার


 

স্কুল ছুটি থাকলেও বিরাম নেই করোনা যোদ্ধা শিক্ষক শ্যামল জানার


ইমতিয়াজ আলি : করোনা অতিমারীর তান্ডবে তালা পড়েছে বিদ্যালয়ে। দীর্ঘদিন বন্ধ পঠন পাঠন।ঘরবন্দি শিক্ষক থেকে ছাত্রছাত্রী সকলেই। তবে এসবের মাঝেও সম্পূর্ণ ব্যাতিক্রমী ভূমিকায় দেখা গেল কাঁথির কুলাই পদিমা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের শিক্ষক শ্যামল জানাকে। করোনা আক্রান্ত রোগীদের সেবায় তিনি ওষুধ ও খাবার কিনে পৌঁছে দিচ্ছেন বাড়ি বাড়ি। এর আগেও বিভিন্ন সমাজিক সেবামূলক কাজে তিনি নিজেকে নিয়োজিত করেছিলেন। মাঝে করোনা আক্রান্ত হয়ে কিছুদিন বিশ্রামের পর ফের পুনঃরোদ্যোমে সমাজ সেবায় নেমে পড়েন। জানা গেছে, শ্যামলবাবু এর আগে অসহায় শিশুদের খাদ্য বিতরণ, পোশাক ও পড়ার সরঞ্জাম দিয়ে যথাসাধ্য সাহায্য করেছেন। এমনকি নিঃসম্বল বৃদ্ধ বৃদ্ধাদের খাদ্য ও প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিয়ে সাহায্য করেছেন। জরুরী প্রয়োজনে রক্তদান করেও তিনি মানুষের প্রাণ বাঁচিয়েছেন।

    সোশ্যাল মিডিয়ায় নিজের ফোন নাম্বার দিয়ে রেখেছেন শ্যামল বাবু। সাহায্যের জন্য যে কেউ যোগাযোগ করলেই তিনি পৌঁছে যান। একাজে তাকে সাহায্য করেন তাঁর সহধর্মিণী মনিকা জানা।পরিবেশ সম্পর্কেও বেশ সচেতন মাস্টার মশাই।সময় পেলেই কাঁথি সংলগ্ন বঙ্গোপসাগরের তীরে গিয়ে বর্জ্য পরিষ্কারের কাজে লেগে যান। প্রকৃত এই সমাজ বন্ধুকে পেয়ে এলাকার মানুষ যথেষ্ট খুশি। করোনা কালেও নিরন্তর সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখায় কাঁথি পুলিশ প্রশাসন শ্যামলবাবুকে কোভিড যোদ্ধা সম্মানে ভূষিত করেন। কাজ না করেও বেতন নেওয়ার জন্য শিক্ষক সমাজের প্রতি সমাজের একাংশ তোপ দাগতে শুরু করেছেন। এক্ষেত্রে শ্যামল বাবু এক ভিন্ন দৃষ্টান্ত তৈরি করে নজির গড়েছেন।