ঈদ উপলক্ষে জামালপুরে প্রশাসনিক বৈঠক

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

আগামী ৮ জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন, গণনা ১১ জুলাই # ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

ঈদ উপলক্ষে জামালপুরে প্রশাসনিক বৈঠক


 

ঈদ উপলক্ষে জামালপুরে প্রশাসনিক বৈঠক


অতনু হাজরা, জামালপুর : আর একদিন পরেই মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ও খুশির উৎসব ঈদ। কিন্তু এই খুশির উৎসবের সময় পরিবেশ সম্পূর্ন প্রতিকূল। দেশ জুড়ে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। তাই এই খুশির উৎসবের ক্ষেত্রও রাজ্য সরকার কোভিড নিয়ে কতগুলি নিয়ম বেঁধে দিয়েছেন। সেই সমস্ত বিষয় গুলি জানাতে ও শান্তিপূর্ণ ভাবে এই উৎসব পালন করার জন্য জামালপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে একটি প্রশাসনিক বৈঠক করা হলো জামালপুর ব্লক অফিসে। ব্লকের ইমাম, মৌলানা সহ অন্যান্যদের ডাকা হয়েছিল এই বৈঠকে। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অলক কুমার মাঝি, তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দেবু হেমব্রম, সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভঙ্কর মজুমদার, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক গৌতম কুমার ঘোষ, জামালপুর থানার অফিসার ইন চার্জ মিঠুন কুমার ঘোষ। করোনা আবহে কিভাবে এই উৎসব পালন করা হবে সেই বিষয়েই আলোচনা হয়। এই পরিস্থিতিতে কি কি সরকারি নির্দেশ আছে সেগুলো আলোচনা করা হয়। কোনো মতেই ৫০ জনের বেশি মানুষ নিয়ে নামাজ পড়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়। বিধায়ক অলক কুমার মাঝি জানান, সকল ইমাম, মৌলবীদের সাথে আলোচনা করা হলো। সকলেই কোভিড বিধি মেনেই এই আনন্দ উৎসব পালন করবেন বলেই তিনি জানান। মেহেমুদ খান জানান, গত বছরও কোভিড পরিস্থিতিতেই ঈদ উৎসব হয়েছিল সকলেই করোনা বিধি মেনেই উৎসব পালন করেছিল। এবারেও সেইরকমই হবে। বিডিও শুভঙ্কর মজুমদার বলেন, আগত সকলকেই কোভিড সম্পর্কে সরকার নির্দিষ্ট বিধি জানিয়ে দেওয়া হয়েছে। সকলে তা মেনে চলবেন বলেই জানিয়েছেন।উপস্থিত ইমাম ও মৌলবীগণ বলেন স্বাস্থ্য বিধি মেনেই ঈদ উৎসব পালন করা হবে। কোভিড পরিস্থিতিকেই বেশি গুরুত্ব দেওয়া হবে বলে তাঁরা জানান।




Post a Comment

0 Comments