Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ঈদ উপলক্ষে জামালপুরে প্রশাসনিক বৈঠক


 

ঈদ উপলক্ষে জামালপুরে প্রশাসনিক বৈঠক


অতনু হাজরা, জামালপুর : আর একদিন পরেই মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ও খুশির উৎসব ঈদ। কিন্তু এই খুশির উৎসবের সময় পরিবেশ সম্পূর্ন প্রতিকূল। দেশ জুড়ে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। তাই এই খুশির উৎসবের ক্ষেত্রও রাজ্য সরকার কোভিড নিয়ে কতগুলি নিয়ম বেঁধে দিয়েছেন। সেই সমস্ত বিষয় গুলি জানাতে ও শান্তিপূর্ণ ভাবে এই উৎসব পালন করার জন্য জামালপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে একটি প্রশাসনিক বৈঠক করা হলো জামালপুর ব্লক অফিসে। ব্লকের ইমাম, মৌলানা সহ অন্যান্যদের ডাকা হয়েছিল এই বৈঠকে। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অলক কুমার মাঝি, তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দেবু হেমব্রম, সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভঙ্কর মজুমদার, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক গৌতম কুমার ঘোষ, জামালপুর থানার অফিসার ইন চার্জ মিঠুন কুমার ঘোষ। করোনা আবহে কিভাবে এই উৎসব পালন করা হবে সেই বিষয়েই আলোচনা হয়। এই পরিস্থিতিতে কি কি সরকারি নির্দেশ আছে সেগুলো আলোচনা করা হয়। কোনো মতেই ৫০ জনের বেশি মানুষ নিয়ে নামাজ পড়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়। বিধায়ক অলক কুমার মাঝি জানান, সকল ইমাম, মৌলবীদের সাথে আলোচনা করা হলো। সকলেই কোভিড বিধি মেনেই এই আনন্দ উৎসব পালন করবেন বলেই তিনি জানান। মেহেমুদ খান জানান, গত বছরও কোভিড পরিস্থিতিতেই ঈদ উৎসব হয়েছিল সকলেই করোনা বিধি মেনেই উৎসব পালন করেছিল। এবারেও সেইরকমই হবে। বিডিও শুভঙ্কর মজুমদার বলেন, আগত সকলকেই কোভিড সম্পর্কে সরকার নির্দিষ্ট বিধি জানিয়ে দেওয়া হয়েছে। সকলে তা মেনে চলবেন বলেই জানিয়েছেন।উপস্থিত ইমাম ও মৌলবীগণ বলেন স্বাস্থ্য বিধি মেনেই ঈদ উৎসব পালন করা হবে। কোভিড পরিস্থিতিকেই বেশি গুরুত্ব দেওয়া হবে বলে তাঁরা জানান।