চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

আউসগ্রামে বিজেপি'র জয়ের সম্ভাবনায় অমিত শাহ'র পরদিনই দিলীপ ঘোষ


 

আউসগ্রামে বিজেপি'র জয়ের সম্ভাবনায় অমিত শাহ'র পরদিনই দিলীপ ঘোষ


রাধামাধব মণ্ডল, আউশগ্রাম : নজরে আউশগ্রাম। প্রচার কৌশলে জোর দিয়েছে বিজেপি। গুসকরা শহরের তৃণমূলের প্রাক্তন প্রতিষ্ঠাতা দাপুটে চঞ্চল গড়াই এখন বিজেপি শিবিরে। তিনি দল বদলাননি। তাঁকে জেল খাটিয়েছে তৃণমূলের কেষ্ট মোড়ল। সেই নেতার ছায়া সংগঠন এখন বিজেপির জেতার শক্তি কিনা, বলবে ২ রা মে। তবে এখন আউশগ্রাম বিধানসভা কেন্দ্রে জয়ের সম্ভবনা দেখছে বিজেপি নেতৃত্ব। তাই অমিত শাহ জনসভা করে যাবার পরদিনই আউশগ্রামের গুসকরা শহরে আউশগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী কলিতা মাজির সমর্থনে রোডশো করতে এলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বলিষ্ঠ এই নেতাকে পেয়ে উচ্ছ্বসিত বিজেপি শিবির। রবিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ আউশগ্রামে অস্থায়ী হেলিপ্যাডে কপ্টারে নামেন দিলীপ ঘোষ। তারপর সড়কপথ ধরে গুসকরা শহরের রটন্তী কালীতলায় গিয়ে পৌঁছান তিনি। 




সেখান থেকেই আউশগ্রামের প্রার্থীকে নিয়ে গাড়িতে চড়ে স্কুল মোড়, বাসস্ট্যান্ড, রেলস্টেশন হয়ে ধারাপাড়া পর্যন্ত রোডশো করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের রোড শোয়ের আগে বোমাতঙ্ক ছড়ালো গুসকরায়। জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ গুসকরা রটন্তী কালী তলা থেকে রোড শো শুরু হওয়ার কথা ছিল তার। সেই উপলক্ষে রটন্তী কালী মন্দির সংলগ্ন এলাকায় কর্মী সমর্থকেরা জমায়েত হতে থাকেন। বাড়তে থাকে ভিড়। আচমকা আলুটিয়ার কাছে সুকান্ত পল্লী এলাকায় থলির মধ্যে বোম রয়েছে বলে খবর ছড়িয়ে পড়ে শহরের প্রশাসনিক মহলে। এর পরেই গুসকরা ফাঁড়ির পুলিশ তড়িঘড়ি এলাকায় গিয়ে তল্লাশি শুরু করেন। যদিও তল্লাশির পর সেরকম কিছু মেলেনি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বোমের পরিবর্তে একটি হাত থলির মধ্যে বালির মধ্যে কাপড়ের টুকরো বলের আকারে রাখা ছিল। আতঙ্ক ছড়াতেই এটা করা হয়েছে বলে অভিযোগ বিজেপির। যদিও এবিষয়ে কোনো রকম মুখ খুলতে চায়নি তৃণমূলের নেতারা।




পর পর বিজেপির প্রচারে আউশগ্রামে ঝড় তুলেছে বিজেপি। চিন্তা বাড়ছে তৃণমূলের কাছে। মুখে না বললেও, পাল্টা সভা করার সিদ্ধান্ত নিয়েছে তৃনমূলও। আগামীকালই আউসগ্রাম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভেদানন্দ থান্দার এর সমর্থনে সমাবেশ করতে আসছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।