চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

পূর্ব বর্ধমান জেলায় ফের করোনা সংক্রমণ, ২৪ ঘন্টায় আক্রান্ত ২৬ জন

 


পূর্ব বর্ধমান জেলায় ফের করোনা সংক্রমণ, ২৪ ঘন্টায় আক্রান্ত ২৬ জন


জগন্নাথ ভৌমিক, বর্ধমান : পূর্ব বর্ধমান জেলায় করোনা সংক্রমণ ফের বাড়ছে। শনিবার করোনা পজিটিভ ছিলেন ৪২ জন। এরপর ২৪ ঘন্টায় করোনা পজিটিভ হয়েছেন ২৬ জন। পূর্ব বর্ধমান জেলায় করোনা সংক্রমণ কমতে কমতে শূন্যে নেমে এসেছিল। কিন্তু নির্বাচনী আবহে করোনা সংক্রমণ প্রশাসনিক কর্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ইতিপূর্বে করোনা সংক্রমণে পূর্ব বর্ধমান জেলায় ১৮০ জন প্রাণ হারিয়েছেন। এদিকে গত ২৪ ঘন্টায় পূর্ব বর্ধমান জেলায় নতুন করে ২৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। রবিবার পর্যন্ত জেলায় এ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ১২০ জন। তাই সাবধানে থাকুন। 



গত ২৪ ঘন্টায় করোনা পজিটিভ হয়েছেন ২৬ জন। এরমধ্যে বর্ধমান পৌর এলাকার রয়েছেন ১২ জন। বাকিদের মধ্যে আউসগ্রাম ১ ব্লকে ২ জন, আউসগ্রাম ২ ব্লকে ১ জন, বর্ধমান ১ ব্লকের ১ জন, বর্ধমান ২ ব্লকে ১ জন, ভাতাড় ব্লকে ১ জন, কালনা ২ ব্লকে ৩ জন, কেতুগ্রাম ২ ব্লকে ১ জন, মেমারি পৌর এলাকায় ১ জন এবং অন্য জেলা থেকে আসা তিন জনের রিপোর্ট পজিটিভ হয়েছে। তবে আক্রান্তদের সকলেই কিন্তু উপসর্গহীন। তাই স্বাস্থ্য কর্তারা বলছেন সাবধানে থাকুন। করোনা স্বাস্থ্য বিধি মেনে চলুন।

সাধারণ মানুষের একটা বড় অংশ করোনা স্বাস্থ্যবিধি মানছেন না। মুখে মাস্ক নেই, সামাজিক দূরত্ব বিধির কোনো বালাই নেই। এক শ্রেণীর মানুষ সরকারি নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মিটিং মিছিলে ঘুরে বেড়াচ্ছে। স্বাভাবিকভাবেই সংক্রমণ ছড়িয়ে পড়ছে। তবে স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসনিক কর্তারা বলছেন অযথা আতঙ্কিত হবেন না। বাড়ির বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরতে হবে। সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলুন।