Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

সেলিব্রিটিকে নিয়ে রোড শো তৃণমূল কংগ্রেস প্রার্থীর


 

সেলিব্রিটিকে নিয়ে রোড শো তৃণমূল কংগ্রেস প্রার্থীর


অতনু ঘোষ, মেমারি : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দু'দফা ভোট গ্রহণ ইতিমধ্যেই শেষ হয়েছে। আগামী ১৭ এপ্রিল পঞ্চম দফায় পূর্ব বর্ধমান জেলার ৮টি আসনে নির্বাচন। মাত্র কয়েক দিনের অপেক্ষা। এই কয়েকটি দিন হাতছাড়া করতে চাইছেনা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুসূদন ভট্টাচার্য'র সমর্থনে সকাল থেকে দুর্গাপুর অঞ্চলে হুড খোলা জিপে রোড শো চলে। রোড শোতে প্রধান আকর্ষণ ছিল স্টার জলসা খ্যাত "গাঁয়ের রানী বীণাপাণি" সিরিয়ালের মুখ্য অভিনেত্রী অর্পিতা দে। অভিনেত্রী অর্পিতা দে - কে দেখার জন্য রাস্তার দু'ধারে গ্রামের মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিনের রোগ শো -তে ছিলেন পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রাসবিহারী হালদার। সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মধুসূদন ভট্টাচার্য।




এছাড়াও মেমরি ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি জিতেন্দ্র সিং, মেমারি এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শেখ মোয়াজ্জেম, দুর্গাপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস সভাপতি নিতাই ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব ও অঞ্চলের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা।