Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

একাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল, উচ্চ মাধ্যমিকের সময় পরিবর্তন, মাধ্যমিক নিয়ে কি সিদ্ধান্ত ?


 

একাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল, উচ্চ মাধ্যমিকের সময় পরিবর্তন, মাধ্যমিক নিয়ে কি সিদ্ধান্ত ?


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : গোটা দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ছে। সেই ঢেউয়ে বেসামাল দেশ। ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গও। রাজ্য সরকার সম্পুর্ন লকডাউন না চাইলেও আংশিক লকডাউন ঘোষণা করেছে। সেই দিকে খেয়াল রেখেই আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে সংসদ সভাপতি ডঃ মহুয়া দাস এর নামে স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২০২১ সালের একাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করা হলো।এছাড়াও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল না করে নিজ নিজ বিদ্যালয়ে সেই পরীক্ষা নেওয়া হবে নির্দিষ্ট কোভিড বিধি মেনে। নিজ নিজ বিদ্যালয়ে পরীক্ষা হলেও সময় পরিবর্তন করা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সকাল ১০ টা থেকে ১ টা ১৫ মিনিটের পরিবর্তে বেলা ১২ টা থেকে ৩ টা ১৫ মিনিট পর্যন্ত হবে। প্রসঙ্গত সিবিএসসি বোর্ড তাদের মাধ্যমিক পরীক্ষা বাতিল করার পর এরাজ্যেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করার পক্ষে সওয়াল করে রাজ্যের মানুষ। এখন দেখার মধ্য শিক্ষা পর্ষদ মাধ্যমিক পরীক্ষার বিষয়ে কি সিদ্ধান্ত নেয়।