পূর্ব বর্ধমান জেলায় করোনা সংক্রমণে রেকর্ড, ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৪৮ জন
জগন্নাথ ভৌমিক, বর্ধমান : করোনা অতিমারির দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায়। সংক্রমণ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। আজই বিগত দিনের সব রেকর্ড ছাড়িয়ে জেলায় সংক্রমন শিখরে অবস্থান করছে। পূর্ব বর্ধমান জেলায় গত ২৪ ঘন্টায় করোনা পজিটিভ হয়েছেন ৪৪৮ জন। মৃত্যু হয়েছে ১ জনের। বর্ধমান শহরে ১৭০ জন আক্রান্ত। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে স্বাস্থ্য দপ্তর রীতিমত উদ্বিগ্ন। প্রতিদিন যে হারে সংক্রমণ ছড়াচ্ছে তাতে পশ্চিমবঙ্গের মানুষ সরাসরি নির্বাচন কমিশনের দিকেই আঙ্গুল তুলছে।
শনিবার পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় এ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯৪৫ জন। গত ২৪ ঘন্টায় জেলায় করোনা পজিটিভ ৪৪৮ জন। এরমধ্যে বর্ধমান পৌর এলাকার রয়েছেন ১৭০ জন। বাকিদের মধ্যে আউসগ্রাম ১ ব্লকে ৭ জন, আউসগ্রাম ২ ব্লকে ১০ জন। বর্ধমান ১ ব্লকে ১৫ জন, বর্ধমান ২ ব্লকে ১৩ জন, ভাতাড় ব্লকে ১২ জন, গলসি ১ ব্লকের ৩০ জন, গলসি ২ ব্লকের ৩ জন, জামালপুর ব্লকে ২১ জন, কালনা ১ ব্লকে ৮ জন, কালনা ২ ব্লকে ৩ জন, কালনা পৌর এলাকায় ১ জন, কাটোয়া ১ ব্লকে ১৯ জন, কাটোয়া ২ ব্লকে ১০ জন, কাটোয়া পৌর এলাকায় ১১ জন, দাঁইহাট পৌর এলাকায় ৭ জন, খন্ডঘোষ ব্লকে ৬ জন, মন্তেশ্বর ব্লকে ৩০ জন, মঙ্গলকোট ব্লকে ৮ জন, মেমারি পৌর এলাকায় ১৪ জন, মেমারি ১ ব্লকে ১ জন, মেমারি ২ ব্লকে ৭ জন, পূর্বস্থলি ১ ব্লকে ৩ জন, পূর্বস্থলি ২ ব্লকে ৬ জন, রায়না ১ ব্লকে ৮ জন, রায়না ২ ব্লকে ৭ জন এবং অন্য জেলা থেকে আসা ১৮ জনের রিপোর্ট পজিটিভ হয়েছে। স্বাস্থ্য কর্তারা বলছেন মাস্ক ব্যবহার করুন, সাবধানে থাকুন। করোনা স্বাস্থ্য বিধি মেনে চলুন।