Scrooling

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

জামালপুরে তৃণমূল প্রার্থীর প্রচারে চিত্রাভিনেত্রী লাভলী মৈত্র


 

জামালপুরে তৃণমূল প্রার্থীর প্রচারে চিত্রাভিনেত্রী লাভলী মৈত্র


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে ব্যাপকহারে ভোটের প্রচার চালাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা।জামালপুর (২৬২এস সি) বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অলোক কুমার মাঝি। আজ তাঁরই সমর্থনে জামালপুরে ভোট প্রচারে আসেন রুপালি জগতের অভিনেত্রী লাভলী মৈত্র। আজ তিনি জামালপুরের মাধবপুর থেকে শুঁড়ে কালনা পর্যন্ত হুড খোলা গাড়িতে একটি রোড শো করেন। তাঁর সঙ্গে ছিলেন প্রার্থী অলোক কুমার মাঝি, তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান, জামালপুরে মহিলা নেত্রী মিঠু মাঝি সহ পঞ্চায়েতের প্রধান উপ প্রধান সহ অন্যান্য নেতৃত্বরা। এই রোড শোয়ে প্রচুর সংখ্যক তৃণমূল কর্মী সমর্থক পা মেলান। এছাড়াও লাভলী মৈত্রকে দেখার জন্য মাধবপুর থেকে মনিরামবাটি, চকদিঘি সহ নানা গ্রামের মানুষেরা রাস্তার দুধারে ভিড় করেন। বিপুল জনসমাগম দেখে আপ্লুত অভিনেত্রী লাভলী মৈত্র বলেন এই জনসমাগমই বলে দিচ্ছে যে অলোক মাঝি'ই এখান থেকে জিতছেন।