Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে তৃণমূল প্রার্থীর প্রচারে চিত্রাভিনেত্রী লাভলী মৈত্র


 

জামালপুরে তৃণমূল প্রার্থীর প্রচারে চিত্রাভিনেত্রী লাভলী মৈত্র


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে ব্যাপকহারে ভোটের প্রচার চালাচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা।জামালপুর (২৬২এস সি) বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অলোক কুমার মাঝি। আজ তাঁরই সমর্থনে জামালপুরে ভোট প্রচারে আসেন রুপালি জগতের অভিনেত্রী লাভলী মৈত্র। আজ তিনি জামালপুরের মাধবপুর থেকে শুঁড়ে কালনা পর্যন্ত হুড খোলা গাড়িতে একটি রোড শো করেন। তাঁর সঙ্গে ছিলেন প্রার্থী অলোক কুমার মাঝি, তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান, জামালপুরে মহিলা নেত্রী মিঠু মাঝি সহ পঞ্চায়েতের প্রধান উপ প্রধান সহ অন্যান্য নেতৃত্বরা। এই রোড শোয়ে প্রচুর সংখ্যক তৃণমূল কর্মী সমর্থক পা মেলান। এছাড়াও লাভলী মৈত্রকে দেখার জন্য মাধবপুর থেকে মনিরামবাটি, চকদিঘি সহ নানা গ্রামের মানুষেরা রাস্তার দুধারে ভিড় করেন। বিপুল জনসমাগম দেখে আপ্লুত অভিনেত্রী লাভলী মৈত্র বলেন এই জনসমাগমই বলে দিচ্ছে যে অলোক মাঝি'ই এখান থেকে জিতছেন।