ষষ্ঠ দফা নির্বাচন : পূর্ব বর্ধমান জেলায় সকাল ৯ টা ১৫ মিনিট পর্যন্ত ভোটের হার
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ষষ্ঠ দফা ভোট গ্রহণ শুরু হয়েছে প্রায় আড়াই ঘন্টা হলো। দু-একটি বুথে ইভিএম ত্রুটি ছাড়া ভোট নির্বিঘ্নে চলছে। সকাল থেকেই থেকেই বিভিন্ন বুথে ভোট দেওয়ার জন্য লম্বা লাইন পড়েছে। সব বুথেই কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনও অভিযোগ মেলেনি।
২৬৭ ভাতাড় : ১৯. ২২ %
২৬৮ পূর্বস্থলি দক্ষিণ : ২০ %
২৬৯ পূর্বস্থলি উত্তর : ১৯%
২৭০ কাটোয়া : ১৮.৫২%
২৭১ কেতুগ্রাম : ১৯.৫২%
২৭২ মঙ্গলকোট : ১৮.৭৩ %
২৭৩ আউসগ্রাম (তপঃ) : ১৭ %
২৭৪ গলসি (তপঃ) : ১৮ %
0 Comments