Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ষষ্ঠ দফা নির্বাচন : পূর্ব বর্ধমান জেলায় সকাল ৯ টা ১৫ মিনিট পর্যন্ত ভোটের হার


 

ষষ্ঠ দফা নির্বাচন : পূর্ব বর্ধমান জেলায় সকাল ৯ টা ১৫ মিনিট পর্যন্ত ভোটের হার


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ষষ্ঠ দফা ভোট গ্রহণ শুরু হয়েছে প্রায় আড়াই ঘন্টা হলো। দু-একটি বুথে ইভিএম ত্রুটি ছাড়া ভোট নির্বিঘ্নে চলছে। সকাল থেকেই থেকেই বিভিন্ন বুথে ভোট দেওয়ার জন্য লম্বা লাইন পড়েছে। সব বুথেই কেন্দ্রীয় বাহিনী রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনও অভিযোগ মেলেনি। 



২৬৭ ভাতাড় : ১৯. ২২ %


২৬৮ পূর্বস্থলি দক্ষিণ : ২০ %


২৬৯ পূর্বস্থলি উত্তর : ১৯%


২৭০ কাটোয়া : ১৮.৫২%


২৭১ কেতুগ্রাম : ১৯.৫২%


২৭২ মঙ্গলকোট : ১৮.৭৩ %


২৭৩ আউসগ্রাম (তপঃ) : ১৭ %


২৭৪ গলসি (তপঃ) : ১৮ %