দিলীপ ঘোষের রোড শো, বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত বর্ধমান

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

দিলীপ ঘোষের রোড শো, বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত বর্ধমান


 

দিলীপ ঘোষের রোড শো, বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত বর্ধমান


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বিজেপি'র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের রোড শো ঘিরে বর্ধমানের রসিকপুরে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল৷ বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়৷ ভাঙচুর করা হয় কয়েকটি বাইক এবং দোকানে৷ এই ঘটনায় বিজেপি এবং তৃণমূল কংগ্রেস পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে৷




 মঙ্গলবার বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্দীপ নন্দী'র সমর্থনে শহরের বর্ধমানের পাওয়ার হাউস মোড় থেকে পার্কাস রোড মোড় পর্যন্ত রোড শো করেন দিলীপ ঘোষ৷ এই রোড শো রসিকপুর মোড় দিয়ে যাবার সময়েই উত্তেজনার সূত্রপাত হয়৷ স্থানীয় তৃণমূল কংগ্রেস কার্যালয়ে থাকা শাসক দলের কর্মী, সমর্থকদের সঙ্গে বিজেপি কর্মীদের প্রথমে বচসা বাঁধে৷ মুহূর্তে হাতাহাতির চেহারা নেয়৷ তৃণমূলের অভিযোগ, তাদের দলীয় কার্যালয়ে হামলা চালায় বিজেপি কর্মী সমর্থকরা৷ এই ঘটনার প্রতিবাদে পাল্টা বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মীরাও৷ রসিকপুর মোড় অবরোধ করেন তাঁরা৷ রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তাঁরা৷ বিজেপি-র সমস্ত ব্যানার, পতাকা খুলে ফেলা হয়৷ এই ঘটনার জেরে বর্ধমান শহরের অন্যান্য এলাকাও উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী৷ 




Post a Comment

0 Comments