Scrooling

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

দিলীপ ঘোষের রোড শো, বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত বর্ধমান


 

দিলীপ ঘোষের রোড শো, বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত বর্ধমান


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বিজেপি'র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের রোড শো ঘিরে বর্ধমানের রসিকপুরে ধুন্ধুমার কাণ্ড ঘটে গেল৷ বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়৷ ভাঙচুর করা হয় কয়েকটি বাইক এবং দোকানে৷ এই ঘটনায় বিজেপি এবং তৃণমূল কংগ্রেস পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে৷




 মঙ্গলবার বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্দীপ নন্দী'র সমর্থনে শহরের বর্ধমানের পাওয়ার হাউস মোড় থেকে পার্কাস রোড মোড় পর্যন্ত রোড শো করেন দিলীপ ঘোষ৷ এই রোড শো রসিকপুর মোড় দিয়ে যাবার সময়েই উত্তেজনার সূত্রপাত হয়৷ স্থানীয় তৃণমূল কংগ্রেস কার্যালয়ে থাকা শাসক দলের কর্মী, সমর্থকদের সঙ্গে বিজেপি কর্মীদের প্রথমে বচসা বাঁধে৷ মুহূর্তে হাতাহাতির চেহারা নেয়৷ তৃণমূলের অভিযোগ, তাদের দলীয় কার্যালয়ে হামলা চালায় বিজেপি কর্মী সমর্থকরা৷ এই ঘটনার প্রতিবাদে পাল্টা বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মীরাও৷ রসিকপুর মোড় অবরোধ করেন তাঁরা৷ রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তাঁরা৷ বিজেপি-র সমস্ত ব্যানার, পতাকা খুলে ফেলা হয়৷ এই ঘটনার জেরে বর্ধমান শহরের অন্যান্য এলাকাও উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী৷