পূর্ব বর্ধমান জেলায় ৮টি বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে কেমন ?
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পঞ্চম দফা ভোটে পূর্ব বর্ধমান জেলায় ৮টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটের উপর ভোট পড়েছে ৮১.৬৭ শতাংশ। তবে জেলায় এই পর্বে সর্বাধিক ভোট পড়েছে জামালপুর বিধানসভা কেন্দ্রে। এখানে ভোটের হার ৮৪.২২ শতাংশ। সব থেকে কম ভোট পড়েছে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে। এখানে ভোটের হার ৭৫.০১ শতাংশ। ৮টি বিধানসভা কেন্দ্রে ভোটের হার নিম্নরূপ :
২৫৯ খন্ডঘোষ (এস সি) : ৮২.৭৫%
২৬০ বর্ধমান দক্ষিণ : ৭৫.০১%
২৬১ রায়না (এস সি) : ৮১.১২%
২৬২ জামালপুর (এস সি) : ৮৪.২২%
২৬৩ মন্তেশ্বর : ৮২%
২৬৪ কালনা (এস সি) : ৮৩.৭৭%
২৬৫ মেমারী : ৮২.৮৯%
২৬৬ বর্ধমান উত্তর (এস সি) : ৮২%
0 Comments