Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

পূর্ব বর্ধমান জেলায় ৮টি বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে কেমন ?


 

পূর্ব বর্ধমান জেলায় ৮টি বিধানসভা কেন্দ্রে ভোট পড়েছে কেমন ?


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পঞ্চম দফা ভোটে পূর্ব বর্ধমান জেলায় ৮টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটের উপর ভোট পড়েছে ৮১.৬৭ শতাংশ। তবে জেলায় এই পর্বে সর্বাধিক ভোট পড়েছে জামালপুর বিধানসভা কেন্দ্রে। এখানে ভোটের হার ৮৪.২২ শতাংশ। সব থেকে কম ভোট পড়েছে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে। এখানে ভোটের হার ৭৫.০১ শতাংশ। ৮টি বিধানসভা কেন্দ্রে ভোটের হার নিম্নরূপ :


২৫৯ খন্ডঘোষ (এস সি) : ৮২.৭৫%


২৬০ বর্ধমান দক্ষিণ : ৭৫.০১%


২৬১ রায়না (এস সি) : ৮১.১২%


 ২৬২ জামালপুর (এস সি) : ৮৪.২২%


২৬৩ মন্তেশ্বর : ৮২%


২৬৪ কালনা (এস সি) : ৮৩.৭৭%


২৬৫ মেমারী : ৮২.৮৯%


২৬৬ বর্ধমান উত্তর (এস সি) : ৮২%