Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

তৃণমূল সুপ্রিমো আসছেন, সভাস্থল পরিদর্শন


 

তৃণমূল সুপ্রিমো আসছেন, সভাস্থল পরিদর্শন


অতনু হাজরা, জামালপুর : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দু'দফা ভোট গ্রহণের কাজ শেষ হয়েছে। একদিন পরেই তৃতীয় দফা ভোট গ্রহণ। পূর্ব বর্ধমান জেলায় ভোট হবে পঞ্চম দফায়। এদিকে সব রাজনৈতিক দলেরই নির্বাচনী প্রচারের পারদ চড়ছে হয়। রূপালী পর্দার তারকা সহ রাজনীতির রথী-মহারথীরা প্রচারে আসবেন। ইতিমধ্যেই খবর পাওয়া গেছে পূর্ব বর্ধমানের জামালপুরে আগামী ৯ এপ্রিল তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। জামালপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অলোক কুমার মাঝি'র সমর্থনে সভা করবেন। সূত্রের খবর জামালপুরে সেলিমাবাদ তরুণ সংঘের মাঠে প্রাকাশ্য জনসভায় বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সেই সেলিমাবাদ তরুন সংঘের মাঠ বা শিবি গ্রাউন্ড পরিদর্শন করলেন পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার।




 সেই সভাস্থলের মাঠ পরিদর্শন করলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব সভাপতি রাসবিহারী হালদার। সঙ্গে ছিলেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খান, ব্লক জয়হিন্দ বাহিনীর সভাপতি তথা জেলা যুব তৃণমূলের সহ সভাপতি সাহাবুদ্দিন মন্ডল ও জামালপুর থানার অফিসার ইন চার্জ মিঠুন ঘোষ। জানাগেছে, তৃণমূল সুপ্রিমো'র সভাস্থল পরিদর্শনের ফাঁকে ৯ এপ্রিলের জনসভা নিয়ে কিছু আলোচনা সেরে নেন। এরপর দলীয় প্রার্থী অলোক কুমার মাঝি'র সমর্থনে নির্বাচনী প্রচার করেন যুব সভাপতি রাসবিহারী হালদার।