Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তৃণমূল সুপ্রিমো আসছেন, সভাস্থল পরিদর্শন


 

তৃণমূল সুপ্রিমো আসছেন, সভাস্থল পরিদর্শন


অতনু হাজরা, জামালপুর : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দু'দফা ভোট গ্রহণের কাজ শেষ হয়েছে। একদিন পরেই তৃতীয় দফা ভোট গ্রহণ। পূর্ব বর্ধমান জেলায় ভোট হবে পঞ্চম দফায়। এদিকে সব রাজনৈতিক দলেরই নির্বাচনী প্রচারের পারদ চড়ছে হয়। রূপালী পর্দার তারকা সহ রাজনীতির রথী-মহারথীরা প্রচারে আসবেন। ইতিমধ্যেই খবর পাওয়া গেছে পূর্ব বর্ধমানের জামালপুরে আগামী ৯ এপ্রিল তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। জামালপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অলোক কুমার মাঝি'র সমর্থনে সভা করবেন। সূত্রের খবর জামালপুরে সেলিমাবাদ তরুণ সংঘের মাঠে প্রাকাশ্য জনসভায় বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সেই সেলিমাবাদ তরুন সংঘের মাঠ বা শিবি গ্রাউন্ড পরিদর্শন করলেন পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার।




 সেই সভাস্থলের মাঠ পরিদর্শন করলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব সভাপতি রাসবিহারী হালদার। সঙ্গে ছিলেন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহেমুদ খান, ব্লক জয়হিন্দ বাহিনীর সভাপতি তথা জেলা যুব তৃণমূলের সহ সভাপতি সাহাবুদ্দিন মন্ডল ও জামালপুর থানার অফিসার ইন চার্জ মিঠুন ঘোষ। জানাগেছে, তৃণমূল সুপ্রিমো'র সভাস্থল পরিদর্শনের ফাঁকে ৯ এপ্রিলের জনসভা নিয়ে কিছু আলোচনা সেরে নেন। এরপর দলীয় প্রার্থী অলোক কুমার মাঝি'র সমর্থনে নির্বাচনী প্রচার করেন যুব সভাপতি রাসবিহারী হালদার।