পূর্ব বর্ধমান জেলায় করোনা সংক্রমণে শিখরে, ২৪ ঘন্টায় আক্রান্ত ৬০০ জন

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

পূর্ব বর্ধমান জেলায় করোনা সংক্রমণে শিখরে, ২৪ ঘন্টায় আক্রান্ত ৬০০ জন



পূর্ব বর্ধমান জেলায় করোনা সংক্রমণে শিখরে, ২৪ ঘন্টায় আক্রান্ত ৬০০ জন


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলায় করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে। আজই বিগত দিনের সব রেকর্ড ছাড়িয়ে জেলায় সংক্রমন শিখরে অবস্থান করছে। সরকারি তথ্য অনুযায়ী পূর্ব বর্ধমান জেলায় গত ২৪ ঘন্টায় করোনা পজিটিভ হয়েছেন ৬০০ জন। মৃত্যু হয়েছে ১ জনের। বর্ধমান শহরে ১৮২ জন আক্রান্ত। পরিস্থিতি ক্রমশঃ খুব খারাপ হচ্ছে। যেদিকে যাচ্ছে তাতে স্বাস্থ্যদপ্তরের কর্তা ব্যাক্তিরা উদ্বেগে রয়েছেন। প্রতিদিন যে হারে সংক্রমণ ছড়াচ্ছে তাতে পশ্চিমবঙ্গের মানুষ সরাসরি নির্বাচন কমিশনের দিকেই আঙ্গুল তুলেছে। 

 মঙ্গলবার পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় এ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯৫৩ জন। গত ২৪ ঘন্টায় জেলায় করোনা পজিটিভ ৬০০ জন। এরমধ্যে বর্ধমান পৌর এলাকার রয়েছেন ১৮২জন। বাকিদের মধ্যে আউসগ্রাম ১ ব্লকে ৮ জন, আউসগ্রাম ২ ব্লকে ১৯ জন। গুসকরা পৌর এলাকায় ৫ জন, বর্ধমান ১ ব্লকে ৪২ জন, বর্ধমান ২ ব্লকে ২৯ জন, ভাতাড় ব্লকে ২৫ জন, গলসি ১ ব্লকের ৪০ জন, গলসি ২ ব্লকের ১৩ জন, জামালপুর ব্লকে ৫ জন, কালনা ১ ব্লকে ৯ জন, কালনা ২ ব্লকে ৭ জন, কালনা পৌর এলাকায় ১০ জন, কাটোয়া ১ ব্লকে ৯ জন, কাটোয়া ২ ব্লকে ১২ জন, কাটোয়া পৌর এলাকায় ১৪ জন, দাঁইহাট পৌর এলাকায় ১০ জন, খন্ডঘোষ ব্লকে ৩ জন, মন্তেশ্বর ব্লকে ৩১ জন, মঙ্গলকোট ব্লকে ১১ জন, মেমারি পৌর এলাকায় ৮ জন, মেমারি ১ ব্লকে ৩৪ জন, মেমারি ২ ব্লকে ৪ জন, পূর্বস্থলি ১ ব্লকে ১৮ জন, পূর্বস্থলি ২ ব্লকে ১৪ জন, রায়না ১ ব্লকে ১৩ জন, রায়না ২ ব্লকে ৪ জন এবং অন্য জেলা থেকে আসা ১৬ জনের রিপোর্ট পজিটিভ হয়েছে। স্বাস্থ্য কর্তারা বলছেন মাস্ক ব্যবহার করুন, সাবধানে থাকুন। করোনা স্বাস্থ্য বিধি মেনে চলুন।




Post a Comment

0 Comments