ষষ্ঠ দফা ভোটের আগে পূর্ব বর্ধমান ও বীরভূম জেলার পুলিশ সুপার বদল
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ষষ্ঠ দফা ভোটের আগে সরিয়ে দেওয়া হলো দু্ই জেলার পুলিশ সুপার সহ কয়েকজন আধিকারিক কে। পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় এর জায়গায় নতুন পুলিশ সুপার হলেন অজিত কুমার সিং। বীরভূমের পুলিশ সুপার মীরাজ খালিদ এর জায়গায় এলেন নগেন্দ্রনাথ ত্রিপাঠী। এছাড়া বোলপুরের এসডিপিও এবং আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনারকেও সরিয়ে দিল নির্বাচন কমিশন। বোলপুরের এসডিপিও হচ্ছেন নাগরাজ দেবরাকন্ডা। এবং আসানসোল দুর্গাপুর পুলিশের নতুন কমিশনার হচ্ছেন মিতেশ জৈন। জানাগেছে, সোমবারই এই নির্দেশ কার্যকর করারও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।