Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

টেলিগ্রাফ এডুকেশন ফাউন্ডেশনের সহায়তায় পড়ুয়াদের স্বপ্নপূরণ


 

টেলিগ্রাফ এডুকেশন ফাউন্ডেশনের সহায়তায় পড়ুয়াদের স্বপ্নপূরণ


 অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরের বনবিবিতালা উচ্চ বিদ্যালয় এর ৯ জন মেধাবী অথচ দুঃস্থ ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের স্বপ্ন কে পাখা মেলার জন্য দ্য টেলিগ্রাফ এডুকেশন ফাউন্ডেশন বার্ষিক দশ হাজার টাকা করে অনুদান প্রদান করে। এ বিষয়ে বিশেষ উদ্যোগ নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কুমার রায় ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ। সংস্থার তরফ থেকে জানানো হয় যে এবছরই নয় প্রতিবছর তারা এই অনুদান পাবে। এর ফলে তাদের পড়াশোনায় সাহায্য হবে, তেমনি তাদের সহপাঠ্যক্রমিক গুণাবলিকে বিকশিত করে ভবিষ্যতের সাফল্যকে ছুঁতে পারবে।




 সুমনা সাঁতরা, বিপাশা কোলে, স্নেহা ধারা, অলোক সাঁতরা, রেক্সোনা খাতুন, আরতি মুর্মু, রোজিনা খাতুন এই ছাত্র-ছাত্রীরা অনুদান পেয়ে আর্থিক বাধা কাটিয়ে পড়াশোনায় অধিকতর মনোযোগী হয়ে উঠতে পারবে। খেলার জন্য পাওয়া প্রদীপ বাউরি, রিঙ্কু বিশ্বাসরা পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলাতেও নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে পারবে। প্রধান শিক্ষক শ্যামল কুমার রায় জানান যে এটা বিদ্যালয়ের সামগ্ৰিক সাফল্য। 




তবে এ বিষয়ে অগ্ৰণী ভূমিকা নিয়েছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা সুনন্দা সাহা, শিক্ষক কৃষ্ণ সরেন, সুদীপ কুমার ঘোষ, রতন চন্দ্র ধাড়া, পূযীষ কুমার দাস এবং শিক্ষাকর্মী সৌরভ দে। ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে দ্য টেলিগ্রাফ এডুকেশন ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করেছেন। বিদ্যালয় এর তরফ থেকে প্রধান শিক্ষক শ্যামল কুমার রায় অত্যন্ত আনন্দের সঙ্গে সংস্থার প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে এইভাবে তাদের পাশে থাকার অনুরোধ করেছেন।