চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে, জেলায় ২৪ ঘন্টায় পজিটিভ ৮২ জন



করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে, জেলায় ২৪ ঘন্টায় পজিটিভ ৮২ জন


জগন্নাথ ভৌমিক, বর্ধমান : করোনা অতিমারির দ্বিতীয় ঢেউ এগিয়ে আসতেই পূর্ব বর্ধমান জেলায় সংক্রমণ হু হু করে ছড়িয়ে পড়ছে। পূর্ব বর্ধমান জেলায় গত ২৪ ঘন্টায় করোনা পজিটিভ হয়েছেন ৮২ জন। জেলায় নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে করোনা সংক্রমণও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে স্বাস্থ্য দপ্তর রীতিমত উদ্বিগ্ন। বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারের মিটিং, মিছিল, রোড-শো সব মিলিয়ে করোনা সংক্রমণের পথ মসৃণ হচ্ছে। প্রতিদিন যে হারে সংক্রমণ ছড়াচ্ছে তাতে পশ্চিমবঙ্গে অষ্টম দফা ভোট গ্রহণের কাজ শেষ হবেতো ? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সর্বত্র। 

 রবিবার পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় এ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ৩৮৯ জন। গত ২৪ ঘন্টায় জেলায় করোনা পজিটিভ ৮২ জন। এর মধ্যে ৮১ জন উপসর্গহীন। তাই সাবধানে থাকুন। 



২৪ ঘন্টায় করোনা পজিটিভ হয়েছেন ৮২ জন। এরমধ্যে বর্ধমান পৌর এলাকার রয়েছেন ২৭ জন। বাকিদের মধ্যে বর্ধমান ১ ব্লকে ২ জন, বর্ধমান ২ ব্লকে ৪ জন, ভাতাড় ব্লকে ২ জন, গলসি ১ ব্লকের ২ জন, জামালপুর ব্লকে ৩ জন, কালনা ১ ব্রকে ১ জন, কালনা ২ ব্লকে ৬ জন, কালনা পৌর এলাকায় ১ জন, কাটোয়া ২ ব্লকে ২ জন, মেমারি পৌর এলাকায় ২ জন, মেমারি ১ ব্লকে ৫ জন, পূর্বস্থলি ১ ব্লকে ১ জন, পূর্বস্থলি ২ ব্লকে ৮ জন, রায়না ১ ব্লকের ১ জন, রায়না ২ ব্লকে ১ জন এবং অন্য জেলা থেকে আসা ৯ জনের রিপোর্ট পজিটিভ হয়েছে। তাই স্বাস্থ্য কর্তারা বলছেন মাস্ক ব্যবহার করুন, সাবধানে থাকুন। করোনা স্বাস্থ্য বিধি মেনে চলুন।