চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারত জাকাত মাঝি পরগনা জামালপুর মুলুক কমিটির সভা


 

ভারত জাকাত মাঝি পরগনা জামালপুর মুলুক কমিটির সভা


অতনু হাজরা, চৌবেড়িয়া : চার দফা ভোট শেষ হলেও যেখানে এখনো ভোট হয়নি সেখানে চুটিয়ে প্রচার চালাচ্ছে সব রাজনৈতিক দল। প্রত্যেকেই তাদের দলীয় প্রার্থীর সমর্থনে জোরদার প্রচার চালাচ্ছে। আজ পূর্ব বর্ধমানের জামালপুরে চৌবেড়িয়া বাজারে আদিবাসী সম্প্রদায়ের সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা জামালপুর মুলুক কমিটির পক্ষ থেকে জামালপুরের তৃণমূল প্রার্থী অলোক কুমার মাঝির সমর্থনে একটি সভা করে। এই সভায় উপস্থিত ছিলেন প্রার্থী আলোক কুমার মাঝি, তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান, জামালপুরের মহিলা নেত্রী মিঠু মাঝি, মাজিবাবা মঙ্গল মুর্মু, আদিবাসী নেতা তারক টুডু, দেবু হেমব্রম, পাঁচড়া পঞ্চায়েতের প্রধান ও উপ প্রধান লালু হেমব্রম ও বিকাশ পাকরে, পাঁচড়া অঞ্চল সভাপতি অশোক দাস সহ অন্যান্যরা। মূলত আদিবাসী সমাজের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি কি করেছেন তা তুলে ধরেন মেহেমুদ খান ও অলোক মাঝি। তাই সকলকে নিজেদের অধিকার রক্ষা করতে তৃণমূলকে ভোট দিতে আহ্বান করেন। মাজি বাবা ও আদিবাসী সম্প্রদায়ের মানুষকে জোড়া ফুলে তৃণমূলকে ভোটদিতে বলেন।