Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

মৃতপ্রায় হনুমানের বাচ্ছা উদ্ধার


 

মৃতপ্রায় হনুমানের বাচ্ছা উদ্ধার


অতনু হাজরা, পর্বতপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের পর্বতপুর উত্তর পাড়ায় গতকাল থেকে একটি ছোট্ট হনুমানের বাচ্ছাকে পড়ে থাকতে দেখা যায়। ওই বাচ্ছা হনুমানটি কিছুই খাচ্ছিল না এবং দাঁড়াতেও পারছিল না। মৃতপ্রায় অবস্থায় পৌঁছে গিয়েছিল। সেই পরিস্থিতি দেখে ওই গ্রামেরই রোহিত ঘোষ ফোনে খবর দেন স্বেচ্ছাসেবী সংগঠন "আকাশ" এর সম্পাদক অয়ন চক্রবর্তীকে। তিনি খবর পাওয়া মাত্রই তৎক্ষণাৎ ফোন করেন বনদপ্তরের এডিশনাল ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসারকে।পুরো বিষয়টি তাঁকে জানানো হয়।এরপর সেখানে এসে পৌঁছায় বনদপ্তরের কর্মীরা। উদ্ধার করে নিয়ে যায় বাচ্ছা হনুমানটিকে।