Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বড়োসড়ো ভাঙ্গন বিজেপিতে, ১৫ জন নেতা তৃণমূলে


 

বড়োসড়ো ভাঙ্গন বিজেপিতে, ১৫ জন নেতা তৃণমূলে



ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : দ্বিতীয় দফা ভোট শেষ হতেই বড়োসড়ো ভাঙ্গন বিজেপিতে। জেলা সভাপতি সহ ১৫ জন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। শুক্রবার রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি স্বপন দেবনাথ তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়েছেন। এদিন বিজেপি'র বর্ধমান জেলার প্রাক্তন সভাপতি স্বপন ভট্টাচার্য, পূর্বস্থলী ২ ব্লকের প্রাক্তন সভাপতি উত্তম ঘোষ, পূর্বস্থলী ২ ব্লকের প্রাক্তন সাধারণ সম্পাদক সঞ্জিত মন্ডল সহ ১৫ জন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এই যোগদানের মাধ্যমে পঞ্চম দফা ভোটের আগে পূর্ব বর্ধমান জেলায় বিজেপি রাজনৈতিক ভাবে বড়োসড়ো ধাক্কা খেল তৃণমূল কংগ্রেসের কাছে। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। এদিনের যোগদান অনুষ্ঠানে স্বপন দেবনাথ ছাড়াও ছিলেন পূর্বস্থলি উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়, বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক, পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, দলের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস, মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী শিখা দত্ত সেনগুপ্ত জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামানিক, কর্মাধ্যক্ষ বাগবুল ইসলাম, উত্তম সেনগুপ্ত, জেলা পরিষদের সদস্য গার্গী নাহা, জয়হিন্দ বাহিনীর জেলা সভাপতি রবীন নন্দী প্রমুখ। এই সময়ে দলবদল প্রসঙ্গে স্বপন ভট্টাচার্য বলেন, 'বিজেপি এখন নীতিহীনের দল। তাই এই দলের সঙ্গ ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম'।