Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ডঃ বি আর আম্বেদকর এর ১৩১ তম জন্মজয়ন্তী পালন


 

ডঃ বি আর আম্বেদকর এর ১৩১ তম জন্মজয়ন্তী পালন 




ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : শোষিত, বঞ্চিত, অবহেলিত, লাঞ্ছিত, দলিত ও সর্বহারা মানুষের মুক্তি সূর্য এবং ভারতীয় সংবিধানের জনক বাবাসাহেব ডঃ ভীমরাও রামজি আম্বেদকর এর ১৩১ তম জন্মজয়ন্তী পালিত হলো পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ নম্বর ব্লকের নুদিপুর জোড়াসাঁকো মোড়ে। বুধবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আম্বেদকার স্মৃতি রক্ষা কমিটির সভাপতি ডাঃ সুশীল মুর্মূ, সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জী, আম্বেদকর স্মৃতি রক্ষা কমিটির সহ সভাপতি ডঃ কৃষ্ণপদ বিশ্বাস ও তারক সাহা, বর্ধমান জেলা জাহের সভাপতি লসো হেমরম, বর্ধমান জেলা ভারত জাকাত মাঝি পরগানা সভাপতি বিজয় সরেন, হুগলী জেলা আদিবাসী বিকাশ পরিষদ সহ সভাপতি সাধন সদ্দার, আম্বেদকর বিশেষজ্ঞ কালিদাস বারুরি সহ বিশিষ্ট জনেরা। আম্বেদকর মূর্তিতে মাল‍্যদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ‍্য দিয়ে দিনটি পালন করা হয়।




মেমারি বিধানসভার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব আজ শেষ নির্বাচনী প্রচারে ঝড় তুলতে ব্যস্ত। কিন্তু লজ্জার বিষয় কোনও রাজনৈতিক দল আজকের এই দিনটি পালনতো করলোই না, এমনকি কোনও নেতৃত্বের মুখ থেকে একটি বারের জন্যও ডঃ বি আর আম্বেদকর এর নামটিও উচ্চারিত হলো না। স্বাভাবিক ভাবেই দলিত সম্প্রদায়ের মানুষের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।