চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # বাংলার চিকিৎসক উজ্জ্বল পোদ্দার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেরার তালিকায় #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

জাতীয় সড়কের পালশিটে বাইক দুর্ঘটনা


 

জাতীয় সড়কের পালশিটে বাইক দুর্ঘটনা


সেখ সামসুদ্দিন, মেমারি : দু'নম্বর জাতীয় সড়কের উপর পালশিটে আবার দুর্ঘটনা। পালসিটের ভৈটা গ্রাম থেকে মেমারি আসার পথে বাইক দুর্ঘটনায় দু'জন গুরুতর আহত হলে তাদের দ্রুততার সঙ্গে বর্ধমান পাঠানো হয়। পালসিটে মেমারি আসার পথে জাতীয় সড়কের সাইড লেনে অবৈধ বালি কারবারিদের ট্রাক দাঁড় করানো থাকলেও প্রশাসন অজানা কারণে দেখে না। সম্প্রতি লেনটা সম্পূর্ণ বালির তলায় চাপা পড়ে যায়। আজ ভৈটা গ্রামের অমিত দাস, রাজু ঘোষ বাইকে করে আসার পথে পিছন থেকে ছোটা হাতি ধরনের গাড়ি বাইকে টাচ করলে বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে বালিতে স্কিড করে সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে। গুরুতর আহত হয় বাইকে থাকা দু'জন। এরপরেও রাস্তার ধারে বালি কারবারিদের দৌরাত্ম্য কমবে না, স্থানীয়দের অনেকেই বলছেন, সেখান থেকে কারও না কারো পকেট ভরে। ঘটনার পরেই দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে যায়।



Post a Comment

0 Comments