চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # বাংলার চিকিৎসক উজ্জ্বল পোদ্দার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেরার তালিকায় #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

জামালপুরে তৃণমূল প্রার্থীর ভোটের প্রচারে মমতাবালা ঠাকুর


 

জামালপুরে তৃণমূল প্রার্থীর ভোটের প্রচারে মমতাবালা ঠাকুর




অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে জোর কদমে চলছে তৃণমূল কংগ্রেসের ভোটের প্রচার। প্রার্থী অলোক কুমার মাঝির সমর্থনে চলছে পথসভা, মিটিং, মিছিল। দুদিন আগেই অলোক মাঝির সমর্থনে সভা করে গেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ জামালপুরে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে আসেন মতুয়া মহাসঙ্ঘের ঠাকুর পরিবারের কর্তী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। আজ তিনি জামালপুর ১ নং অঞ্চলের সেলিমাবাদ ও উত্তরমোহনপুরে মিছিল করে গ্রামের বাড়ি বাড়ি প্রচার করেন তিনি। তাঁর সাথে ছিলেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান, যুব তৃণমূলের ব্লক সভাপতি ভূতনাথ মালিক, পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী মিঠু মাঝি, জয়হিন্দ বাহিনীর ব্লক সভাপতি সাহাবুদ্দিন মন্ডল সহ অন্যান্যরা। 




মতুয়া সম্প্রদায়ের মানুষরা মমতাবালা ঠাকুর কে কাছে পেয়ে আনন্দে ভক্তিতে ও শ্রদ্ধায় বিহ্বল হয়ে পড়ে। মমতা দেবী সকলকে তৃণমূলের প্রার্থী অলোক কুমার মাঝিকে জোড়া ফুলে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান। মেহেমুদ খান জানান মমতাবালা ঠাকুর আজ মতুয়া সম্প্রদায় ভুক্ত এলাকায় প্রচার করেছেন তিনি নিশ্চিত মতুয়া সম্প্রদায়ের ভোট তৃণমূল কংগ্রেসই পাবে।



Post a Comment

0 Comments