Scrooling

আর জি কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ, প্রতিবাদ সর্বস্তরে # প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

জামালপুরে তৃণমূল প্রার্থীর ভোটের প্রচারে মমতাবালা ঠাকুর


 

জামালপুরে তৃণমূল প্রার্থীর ভোটের প্রচারে মমতাবালা ঠাকুর




অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে জোর কদমে চলছে তৃণমূল কংগ্রেসের ভোটের প্রচার। প্রার্থী অলোক কুমার মাঝির সমর্থনে চলছে পথসভা, মিটিং, মিছিল। দুদিন আগেই অলোক মাঝির সমর্থনে সভা করে গেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ জামালপুরে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে আসেন মতুয়া মহাসঙ্ঘের ঠাকুর পরিবারের কর্তী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। আজ তিনি জামালপুর ১ নং অঞ্চলের সেলিমাবাদ ও উত্তরমোহনপুরে মিছিল করে গ্রামের বাড়ি বাড়ি প্রচার করেন তিনি। তাঁর সাথে ছিলেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান, যুব তৃণমূলের ব্লক সভাপতি ভূতনাথ মালিক, পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী মিঠু মাঝি, জয়হিন্দ বাহিনীর ব্লক সভাপতি সাহাবুদ্দিন মন্ডল সহ অন্যান্যরা। 




মতুয়া সম্প্রদায়ের মানুষরা মমতাবালা ঠাকুর কে কাছে পেয়ে আনন্দে ভক্তিতে ও শ্রদ্ধায় বিহ্বল হয়ে পড়ে। মমতা দেবী সকলকে তৃণমূলের প্রার্থী অলোক কুমার মাঝিকে জোড়া ফুলে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান। মেহেমুদ খান জানান মমতাবালা ঠাকুর আজ মতুয়া সম্প্রদায় ভুক্ত এলাকায় প্রচার করেছেন তিনি নিশ্চিত মতুয়া সম্প্রদায়ের ভোট তৃণমূল কংগ্রেসই পাবে।