Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে তৃণমূল প্রার্থীর ভোটের প্রচারে মমতাবালা ঠাকুর


 

জামালপুরে তৃণমূল প্রার্থীর ভোটের প্রচারে মমতাবালা ঠাকুর




অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে জোর কদমে চলছে তৃণমূল কংগ্রেসের ভোটের প্রচার। প্রার্থী অলোক কুমার মাঝির সমর্থনে চলছে পথসভা, মিটিং, মিছিল। দুদিন আগেই অলোক মাঝির সমর্থনে সভা করে গেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ জামালপুরে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে আসেন মতুয়া মহাসঙ্ঘের ঠাকুর পরিবারের কর্তী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। আজ তিনি জামালপুর ১ নং অঞ্চলের সেলিমাবাদ ও উত্তরমোহনপুরে মিছিল করে গ্রামের বাড়ি বাড়ি প্রচার করেন তিনি। তাঁর সাথে ছিলেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান, যুব তৃণমূলের ব্লক সভাপতি ভূতনাথ মালিক, পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী মিঠু মাঝি, জয়হিন্দ বাহিনীর ব্লক সভাপতি সাহাবুদ্দিন মন্ডল সহ অন্যান্যরা। 




মতুয়া সম্প্রদায়ের মানুষরা মমতাবালা ঠাকুর কে কাছে পেয়ে আনন্দে ভক্তিতে ও শ্রদ্ধায় বিহ্বল হয়ে পড়ে। মমতা দেবী সকলকে তৃণমূলের প্রার্থী অলোক কুমার মাঝিকে জোড়া ফুলে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান। মেহেমুদ খান জানান মমতাবালা ঠাকুর আজ মতুয়া সম্প্রদায় ভুক্ত এলাকায় প্রচার করেছেন তিনি নিশ্চিত মতুয়া সম্প্রদায়ের ভোট তৃণমূল কংগ্রেসই পাবে।