প্রচারে ব্যস্ত সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআই(এম) প্রার্থী সমর হাজরা

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের শীর্ষে # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

প্রচারে ব্যস্ত সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআই(এম) প্রার্থী সমর হাজরা


 

প্রচারে ব্যস্ত সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআই(এম) প্রার্থী সমর হাজরা


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিআই(এম) প্রার্থী সমর হাজরা নিজের প্রচারে ব্যস্ত রয়েছেন। গোটা বিধানসভা এলাকা তিনি চষে বেড়াচ্ছেন নিজের প্রচারে।গত বিধানসভা নির্বাচনে জামালপুরের বিজয়ী প্রার্থী সমর হাজরা। তিনি বেগুর সাকটে হয়ে উচিতপুর পর্যন্ত প্রচার করেন।




 আজ সকাল সকাল তিনি জৌগ্রামের তেলে নুড়ি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন এলাকার কর্মী সমর্থকদের নিয়ে। তাঁর দাবি, তিনিই একমাত্র জামালপুরের ভূমিপুত্র প্রার্থী। জামালপুরবাসী দরকারে অদরকারে সব সময়ই কাছে পাবেন। তিনি সব সময়ই জামালপুরবাসীর পাশে থাকবেন বলে জানান। তিনি প্রচারে সকলকে তাঁকে ভোট দেওয়ার আহব্বান জানান।



 

Post a Comment

0 Comments