বর্ধমান উত্তরে বিজেপি প্রার্থীর সমর্থনে বাড়ি বাড়ি জনসংযোগে নির্বাচনী প্রচার

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

বর্ধমান উত্তরে বিজেপি প্রার্থীর সমর্থনে বাড়ি বাড়ি জনসংযোগে নির্বাচনী প্রচার


 

বর্ধমান উত্তরে বিজেপি প্রার্থীর সমর্থনে বাড়ি বাড়ি জনসংযোগে নির্বাচনী প্রচার


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের মাধ্যমে ভোটের প্রচার সারছেন বর্ধমান উত্তরের বিজেপি প্রার্থী রাধাকান্ত রায়। যে গ্রামেই যাচ্ছেন মানুষের বিপুল সাড়া পাচ্ছেন। স্বতঃস্ফূর্তভাবে গ্রামের মহিলা প্রার্থীকে দেখেই এগিয়ে আসছেন। বৃহস্পতিবার বিজেপি প্রার্থী রাধাকান্ত রায়ের সমর্থনে নির্বাচনী প্রচার করেন বর্ধমান সদর জেলার সভাপতি অভিজিৎ তা, বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল সহ নব কুমার হাজরা, প্রশান্ত মজুমদার ও অন্যান্যরা। 




এদিন শালিগ্রাম থেকে নবস্থা পর্যন্ত ভোটের প্রচারে বাড়ি বাড়ি জনসংযোগ করেন। এছাড়া হৈরগ্রাম রথতলা থেকে পলসা বেগুট, বুধপুর, চাকুন্দি সহ বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোট দেবার আবেদন জানিয়ে প্রচার করেন। 



Post a Comment

0 Comments