Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ষষ্ঠ দফা নির্বাচন : পূর্ব বর্ধমান জেলায় সকাল ১১ টা ১৫ মিনিট পর্যন্ত ভোটের হার


 

ষষ্ঠ দফা নির্বাচন : পূর্ব বর্ধমান জেলায় সকাল ১১ টা ১৫ মিনিট পর্যন্ত ভোটের হার


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : ষষ্ঠ দফা ভোট গ্রহণ চলছে। বেশ কিছু বুথে ইভিএম ত্রুটির খবর মিলেছে। সকাল থেকেই বিভিন্ন বুথে ভোট দেওয়ার জন্য লম্বা লাইন লক্ষ্য করা যাচ্ছে। সব বুথেই কেন্দ্রীয় বাহিনী রয়েছে। রাজ্যের মন্ত্রী তথা পূর্বস্থলি দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন দেবনাথ করোনা পরিস্থিতিতে আট দফা ভোট নিয়ে তীব্র বিষোদগার করেছেন। পূর্বস্থলি দক্ষিণের দোলগোবিন্দপুরে ৩৫ নম্বর বুথে মকপোলের সময় থার্ড পোলিং অফিসার জয় শ্রীরাম ধ্বনি দেওয়া কে কেন্দ্র করে আলোড়ন ছড়ায়। পরে ওই পোলিং অফিসার কে সরিয়ে দেওয়া হয়।



২৬৭ ভাতাড় : ৪৩ %


২৬৮ পূর্বস্থলি দক্ষিণ : ৪৪ %


২৬৯ পূর্বস্থলি উত্তর : ১৯ %


২৭০ কাটোয়া : ১৯.২%


২৭১ কেতুগ্রাম : ২০%


২৭২ মঙ্গলকোট : ৩৬ %


২৭৩ আউসগ্রাম (তপঃ) : ২০ %


২৭৪ গলসি (তপঃ) : ৪২ %