Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তৃণমূল প্রার্থীকে জয়ী করার আহ্বান জানিয়ে সর্বধর্ম সমন্বয়ে মিছিল


 

তৃণমূল প্রার্থীকে জয়ী করার আহ্বান জানিয়ে সর্বধর্ম সমন্বয়ে মিছিল


অতনু হাজরা, জামালপুর : সর্বধর্ম সমন্বয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী অলোক কুমার মাঝি'র সমর্থনে বৃহস্পতিবার বিশাল মিছিল হল জামালপুরে। হিন্দু, মুসলমান, খ্রীস্টান, জৈন সকলেই পা মেলান এ দিনের মিছিলে। ইমাম, মোয়াজ্জেম থেকে ব্রাহ্মণ, আদিবাসী সমস্ত সম্প্রদায়ের মানুষ ছিলেন। মিছিলে তৃণমূল কংগ্রেস প্রার্থী অলোক কুমার মাঝি'র সঙ্গে পা মেলান তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান, যুব সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক, জয় হিন্দ বাহিনীর ব্লক সভাপতি তথা যুব তৃনমূলের জেলা সহ-সভাপতি সাহাবুদ্দিন মন্ডল, সংখ্যালঘু সেল - এর ব্লক সভাপতি তাবারক আলী মন্ডল, আদিবাসী নেতা তারক টুডু, পঞ্চায়েত সমিতির সহসভাপতি দেবু হেমব্রম সহ অন্যান্যরা।




 মিছিলে ছিলেন ছাত্র-যুব, শ্রমিক-কৃষক, মহিলা সহ বিভিন্ন স্তরের মানুষ। আদিবাসীদের ধামসা মাদলের তালে মিছিল এগিয়ে চলে। প্রার্থী অলোক মাঝি কে জয়ী করার স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে মিছিল। এদিনের মিছিলটি জামালপুর বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে হালারা বিপত্তারিণী মাতার মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।