Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

বর্ধমান দক্ষিণে প্রচার মিছিলে সিপিআই(এম) প্রার্থী পৃথা তা


 

বর্ধমান দক্ষিণে প্রচার মিছিলে সিপিআই(এম) প্রার্থী পৃথা তা 




ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : সংযুক্ত মোর্চার শরিক বামফ্রন্টের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরের দিনই প্রচারে নামলো সিপিআই(এম)। পূর্ব বর্ধমান জেলায় বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে সিপিআই(এম) পৃথা তা-কে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস ও বিজেপি-কে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পৃথা সম্ভবত সবচেয়ে কম বয়সী প্রার্থী। বর্ধমান দক্ষিণ কেন্দ্রে বামপন্থীরা প্রাক্তন বিধায়ক শহীদ প্রদীপ তা-এর কন্যাকে প্রার্থী হিসেবে পেয়ে রীতিমত উজ্জীবিত। বৃহস্পতিবার পৃথা-কে নিয়ে বর্ধমান শহরে মিছিল করে সিপিআই(এম)। এদিন বিকালে শহরের পার্বতী মাঠ থেকে মিছিল শুরু হয়। জিটি রোড, বিসি রোড হয়ে মিছিল শেষ হয় রাজবাটীতে।

মিছিলের সামনের সারিতে সিপিআই(এম) প্রার্থী পৃথা তা ছাড়াও পা মেলায় অমল হালদার, অচিন্ত্য মল্লিক, অপূর্ব চ্যাটার্জী, তাপস সরকার সহ জেলার অন্যান্য নেতৃত্ব। মিছিলে সিপিআই(এম)-এর দলীয় কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।