জামালপুরে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পদে মেহেমুদ খান

চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী # ফুটবলে আর্জেন্টিনার বিশ্বজয়, ফ্রান্স কে হারিয়ে চ্যাম্পিয়ান মেসি # মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান ওআরএসের জনক দিলীপ মহালনবিশকে #সরকারি কর্মচারীদের সুখের দিন শেষ, শ্রম কোড চালু হতে চলেছে সমগ্র ভারতে # পূর্বস্থলি-১ ব্লকের সাতজন জিমনাস্টিক প্রতিযোগীর পাশে দাঁড়ালেন মন্ত্রী স্বপন দেবনাথ # একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যু, শিল্প শহর দুর্গাপুরে ব্যাপক আলোড়ন

জামালপুরে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পদে মেহেমুদ খান



জামালপুরে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পদে মেহেমুদ খান




অতনু হাজরা, জামালপুর : ভোটের দিন ঘোষণা হয়েছে আগেই। তৃণমূল কংগ্রেস সব দলের আগেই তাদের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশও করে দিয়েছে।ঠিক এই মুহুর্তেই পূর্ব বর্ধমানের জামালপুরে দলের সাংগঠনিক রদবদল করা হলো। জামালপুরে তৃণমূল কংগ্রেসের ব্লকের ব্লক সভাপতি পদে মেহেমুদ খান-কে দায়িত্ব দেওয়া হলো। ইতিপূর্বে এখানে সভাপতির কাজ চালাচ্ছিলেন শ্রীমন্ত রায় এখন তাঁর জায়গায় সেই পদে নিয়ে আসা হলো ব্লকের নেতা তথা পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খানকে। 




আজ রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের জেলা সভাপতি স্বপন দেবনাথ তাঁর হাতে এই পদের নিয়োগ পত্র তুলে দেন।মেহেমুদ খান ব্লক সভাপতি হওয়ায় স্বভাবতই খুশি জামালপুরে তৃণমূল কর্মীরা বা তাঁর অনুগামীরা। প্রসঙ্গত বিধানসভায় ভূমিপুত্র হিসাবে তাঁরই পছন্দের ভুতনাথ মালিককে বিধান সভা ভোটের প্রার্থী করার দাবি জানিয়েছিলেন।কিন্তু দল ভুতনাথ মালিককে প্রার্থী না করে গলসির বিদায়ী বিধায়ক অলক মাঝিকে টিকিট দেয়। তাতে এলাকায় যথেষ্ট ক্ষোভের সৃষ্টি হয়। সেই ক্ষোভ কেই প্রশমিত করতেই হয়তো ব্লক সভাপতি পরিবর্তন করলো দল।এখন দেখার ব্লক সভাপতি হিসাবে মেহেমুদ খান গোষ্ঠীদ্বন্দ্ব সামলে কিভাবে দলের প্রার্থী অলক মাঝি কে জেতাতে পারেন।

Post a Comment

0 Comments