চৈতন্য মহাপ্রভু'র নামে নব নির্মিত তোরণ উদ্বোধন কাটোয়ার দাঁইহাটে

পল্লী কবির জন্মভিটেয় সমারোহে অনুষ্ঠিত হলো কুমুদ সাহিত্য মেলা


 

পল্লী কবির জন্মভিটেয় সমারোহে অনুষ্ঠিত হলো কুমুদ সাহিত্য মেলা


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : 'বাড়ি আমার ভাঙন ধরা অজয় নদের বাঁকে, জল সেখানে সোহাগ করে স্থল কে ঘিরে রাখে'। মঙ্গলকোটের কোগ্রামে পল্লী কবি কুমুদ রঞ্জন মল্লিক - এর বসতভিটে 'মধুকর' প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো 'কুমুদ সাহিত্য মেলা'। বুধবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলে কুমুদ সাহিত্য মেলার আসর। এদিন কুমুদ সাহিত্য মেলা কমিটির পক্ষ থেকে সংবর্ধনাজ্ঞাপন থেকে বাউলগান সহ কবিতার আসর বসে। সংবর্ধনা প্রাপকেরা হলেন - কবি - মহাশ্বেতা বন্দ্যোপাধ্যায় (কুমুদ সাহিত্য রত্ন), সঙ্গীতশিল্পী - সোনালী কাজী (নজরুল ইসলাম রত্ন), শিক্ষাবিদ - গৌতম তালুকদার (বিধান রায় রত্ন), ইতিহাসবিদ - সর্বজিত যশ (সমীরণ চৌধুরী রত্ন), আইনজীবী - আনসার মন্ডল (নুরুল হোদা রত্ন), সাংবাদিক - গোপাল দেবনাথ (সমীর ভট্টাচার্য রত্ন), প্রাক্তন জাতীয় ভলিবল খেলোয়াড় - দেব কুমার ঘোষ (বর্ধমান রত্ন), চিকিৎসক - ডক্টর শিশির বিশ্বাস (রেজাউল করীম রত্ন), নাট্যকার - গোঁরাচাদ মল্লিক (শান্তিনিকেতন রত্ন), অধ্যাপক - ডঃ ইমানুর রহমান (ভাতার রত্ন), কবি - বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় (মেমারি রত্ন), সাংবাদিক - আজিজুর রহমান (গলসি রত্ন)। এছাড়াও 'কুমুদ সাহিত্য মেলায় 'বাংলার খবরাখবর নিউজ নেটওয়ার্ক' এর তরফে স্মারক তুলে দেওয়া হয় অনুষ্ঠানের অতিথি ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সম্পাদক দেবাশিস দাস সহ সাংবাদিক - দ্বারকানাথ দাস, সাংবাদিক - আমিরুল ইসলাম বাপি, শিক্ষক - সাধন কুমার মন্ডল, বাচিকশিল্পী - নীপা চক্রবর্তী, শিশু সাহিত্যিক - পার্থ মুখোপাধ্যায়, সাংবাদিক - প্রবীর চট্টোপাধ্যায়, সাংবাদিক - সেখ সামসুদ্দিন, সাংবাদিক - সেখ নিজাম আলম, সাংবাদিক - সুভাষ মজুমদার, সাংবাদিক - জ্যোতিপ্রকাশ মুখার্জি, সাংবাদিক - খায়রুল আনাম, কবি - সৈয়দ আজাহার আলি, সাহিত্যিক - শ্যামলাল মকদমপুরী সহ বিশিষ্ট ব‍্যক্তিবর্গ। অনুষ্ঠানে কুমুদ মেলার সম্পাদক মোল্লা জসিমউদ্দিনকেও কলম পত্রিকা সহ বিভিন্ন পত্রিকার পক্ষ থেকে স্মারক সহ সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানে ডক্টর আর.এন.ঘোষ মেমোরিয়াল সোসাইটির তরফে দুজন কৃতি পড়ুয়ার হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। 

কুমুদ সাহিত্য মেলা কমিটির সম্পাদক মোল্লা জসিমউদ্দিন জানান - " আবক্ষ মূর্তি থেকে পল্লীকবি কে নিয়ে সচিত্র বই, স্মরণিকা প্রকাশ আমরা বিভিন্ন সময়ে করেছি। এবছর বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান সদস্য আনসার মন্ডল এই সাহিত্য মেলায় আসাতে আমরা গর্বিত ।