Scrooling

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব পদে নন্দিনী চক্রবর্তী # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

আউশগ্রামে প্রথম প্রচারেই মাত করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অভেদানন্দ থান্দার


 

আউশগ্রামে প্রথম প্রচারেই মাত করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অভেদানন্দ থান্দার


রাধামাধব মণ্ডল, আউসগ্রাম : নির্বাচনী প্রচারে নেমে প্রথম দিনেই মানুষের মন জয় করলেন আউসগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভেদানন্দ থান্দার। আউসগ্রাম বিধানসভা এলাকার আউশগ্রাম ২ নং ব্লকের অমরপুর অঞ্চলের গেড়াই গ্রাম থেকে আউসগ্রাম বিধানসভার তৃনমূল কংগ্রেসের প্রার্থী, বিদায়ী বিধায়ক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য অভেদানন্দ থান্ডার প্রচারে জনসংযোগকেই হাতিয়ার করলেন। নির্বাচনী প্রচারে নেমে মানুষের দুয়ারে দুয়ারে শুরু করলেন হাঁটতে। কোথাওবা রোডশো করলেন তিনি। প্রার্থীর কাণ্ডারি আউশগ্রামের ভূমিপুত্র, আউশগ্রাম ২ ব্লক তৃণমূলের কার্যকরি সভাপতি দাতা সেখ আব্দুল লালনের আয়োজনে সুসজ্জিত ট্যবলো সহ সহস্রাধিক মানুষকে সঙ্গে নিয়ে এদিনের প্রথম প্রচারেই উন্নয়ণের কাণ্ডারি বাংলার রূপকার মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী করতে তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানানো হয়। বিপুল জনসমর্থনও মেলে এদিনের প্রচারে। বিদায়ী বিধায়ক অভেদানন্দ থান্দারকে সঙ্গে নিয়ে, দাতা লালনের হুডখোলা গাড়িতে করেই অমরপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় এদিন প্রচার সারেন তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী অভেদানন্দ থান্দার ওরফে রকেটদা।




প্রথম প্রচারের এই জনস্রোতের নেতৃত্ব দেন আউশগ্রাম ২ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরি সভাপতি সেখ আব্দুল লালন। 

রাজনৈতিক মহল মনে করছে আউসগ্রাম বিধানসভায় প্রচারে অনেকখানি এগিয়ে তৃণমূল কংগ্রেস। কারণ এখনও আউশ্সগ্রামে বিজেপি কোনো প্রার্থীই নির্বাচন করতে পারেনি। তবে প্রার্থী নির্বাচন করেছে সিপিআইএম। প্রতি গ্রামে এখন আর সংগঠন নেই তাদের। তাই অনেকখানি এগিয়েই রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভেদানন্দ থান্দার।




জেতার বিষয়ে সমস্ত দলই ১০০ শতাংশ নিশ্চিত। তবে বাস্তবতার মাটিতে পা রেখে জেতার বিষয়ে আত্মতৃপ্ত তৃণমূল। এবিষয়ে জিজ্ঞেস করা হলে বিদায়ী বিধায়ক, তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভেদানন্দ থান্দার বলেন, "রামকৃষ্ণ আর লালন ভাই ছাড়াও হাজার হাজার বলিষ্ঠ নেতা, কর্মীরা সামনে লড়াই করছেন। গণতন্ত্র বাঁচানোর লড়াই। আমরা ব্যক্তি নয়, কর্মী আর মমতাতে বিশ্বাসী। মমতাদি, কেষ্টদা মানুষের কথা বলেন। গণতন্ত্রে মানুষই ঈশ্বর। দিদিই আবার ক্ষমতায় ফিরবে।"