Scrooling

রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

"সুহানা সফর" উপন্যাসের আনুষ্ঠানিক প্রকাশ


 

"সুহানা সফর" উপন্যাসের আনুষ্ঠানিক প্রকাশ



জগন্নাথ ভৌমিক, বর্ধমান : প্রেম কিংবা দাম্পত্য জীবনের দুটি অধ্যায়ের শুরুতেই দু'চোখে থাকে অনেক স্বপ্ন। এইসময় জীবনটাকে মনে হয় এক সুহানা সফর। কিন্তু তার মধ্যেও চোরা স্রোতের মতো এক অজানা ভয় মনের ভিতরে ও বাইরে বাসা বাঁধে। জীবনের এই ভালো-মন্দের ভাবনাগুলোকে দুই মলাটের মধ্যে এক সুতোয় বেঁধেছেন ইংরেজি সাহিত্যের শিক্ষক প্রভাস কুমার সাহা। লেখালেখি গান শোনা ও বই পড়ার পাশাপাশি মানুষের সঙ্গে মেশা হলো তার ভালবাসার অন্যতম কাজ। আর সেই সূত্রেই লিখে ফেলেছেন মনস্তাত্ত্বিক উপন্যাস "সুহানা সফর"। কলকাতার দেজ প্রকাশন থেকে প্রকাশিত প্রভাস কুমার সাহা'র লেখা উপন্যাসটির আনুষ্ঠানিক প্রকাশ হল বর্ধমান উদয়চাঁদ জেলা গ্রন্থাগার এর সভা কক্ষে। ২১ মার্চ বর্ধমানে বই প্রকাশের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক কালাচাঁদ ভট্টাচার্য, বাচিক শিল্পী চন্দন গাঙ্গুলী, ইন্ডিয়ান জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা শাখার সভাপতি স্বপন কুমার মুখার্জী, সুহানা সফর উপন্যাসের লেখক প্রভাস কুমার সাহা, বই প্রকাশ অনুষ্ঠান এর আহ্বায়ক রবি ভট্টাচার্য প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক দেবব্রত চ্যাটার্জী। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন সারা ভারত রাইটার্স গিল্ডের সভাপতি তথা সাংবাদিক বৈদ্যনাথ কোনার।




উপন্যাসের লেখকের প্রভাস কুমার সাহা বক্তব্য রাখতে গিয়ে মনস্তাত্ত্বিক এই উপন্যাসের প্রেক্ষাপটের উপর আলোকপাত করেন। তনু আর অমর উপন্যাসের দুটি চরিত্র। একসঙ্গে পথ চলায় তনুর মনের মধ্যে বাসা বাঁধে এক গভীর সন্দেহ। নিজের কাছেই সে হয়ে ওঠে অচেনা। এমনকি অমরের কাছেও। অমর আর তনুর জীবনের খন্ড চিত্রই তুলে ধরেছেন "সুহানা সফর" এর মাধ্যমে।