Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

ভূমিপুত্র প্রার্থী চেয়ে আবার পোস্টার জামালপুরে


 

ভূমিপুত্র প্রার্থী চেয়ে আবার পোস্টার জামালপুরে


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে আবারও ভূমি পুত্র প্রার্থী চেয়ে পোস্টার পড়লো। আর এটা নিয়েই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পোস্টারে দেখা যাচ্ছে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও ডানদিকের কোন জোড়া ফুল প্রতীক তাতে লেখা তৃণমূল প্রার্থী অলোক কুমার মাঝিকে মানা হবে না। বহিরাগত নয় ভূমি পুত্র প্রার্থী চাই। এই ঘটনায় তৃণমূল ব্লক সভাপতি মেহেমুদ খান জানান, কে বা কারা লাগিয়েছে তা তিনি খোঁজ নেবেন। তবে বিষয়টা তিনি জামালপুর থানায় জানিয়েছেন। তিনি বলেন ভোটের আগে এটা বিরোধীদের চক্রান্ত হতে পারে। অপরদিকে বিজেপির জামালপুর বিধানসভার কনভেনর জিতেন ডকালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন এটা বিজেপির সংস্কৃতি নয়। তৃণমূলের চরম গোষ্ঠীদ্বন্দের ফল এই পোস্টার।