Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ভূমিপুত্র প্রার্থী চেয়ে আবার পোস্টার জামালপুরে


 

ভূমিপুত্র প্রার্থী চেয়ে আবার পোস্টার জামালপুরে


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে আবারও ভূমি পুত্র প্রার্থী চেয়ে পোস্টার পড়লো। আর এটা নিয়েই এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পোস্টারে দেখা যাচ্ছে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও ডানদিকের কোন জোড়া ফুল প্রতীক তাতে লেখা তৃণমূল প্রার্থী অলোক কুমার মাঝিকে মানা হবে না। বহিরাগত নয় ভূমি পুত্র প্রার্থী চাই। এই ঘটনায় তৃণমূল ব্লক সভাপতি মেহেমুদ খান জানান, কে বা কারা লাগিয়েছে তা তিনি খোঁজ নেবেন। তবে বিষয়টা তিনি জামালপুর থানায় জানিয়েছেন। তিনি বলেন ভোটের আগে এটা বিরোধীদের চক্রান্ত হতে পারে। অপরদিকে বিজেপির জামালপুর বিধানসভার কনভেনর জিতেন ডকালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন এটা বিজেপির সংস্কৃতি নয়। তৃণমূলের চরম গোষ্ঠীদ্বন্দের ফল এই পোস্টার।