Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

তপশিলি জাতির অনুষ্ঠানে জনসংযোগে তৃণমূল প্রার্থী


 

তপশিলি জাতির অনুষ্ঠানে জনসংযোগে তৃণমূল প্রার্থী


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পূর্ব বর্ধমান জেলার জামালপুরের জৌগ্রামে জলেশ্বরতলা সংলগ্ন আদিবাসী পাড়ায় তপশিলি অনুষ্ঠানে গিয়ে জনসংযোগ সারলেন তৃণমূল প্রার্থী আলোক কুমার মাঝি। তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান ও যুব সভাপতি ভুতনাথ মালিক দলীয় প্রার্থীকে নিয়ে জৌগ্রামে পৌঁছান।




সেখানে আদিবাসীপাড়ায় একটি সম্মেলন করা হয়। নতুন ব্লক সভাপতি হওয়ায় সেখানে মেহেমুদ খান ও ভুতনাথ মালিক কে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন স্থানীয় মানুষরা। তারা প্রার্থী আলোক মাঝিকেও বরণ করে নেন।উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলের সহ সভাপতি অরবিন্দ ভট্টাচার্য, যুব নেতা মৃদুল কান্তি মন্ডল সহ অন্যান্যরা।অনুষ্ঠান শেষে তপশীলিদের ভোজ অনুষ্ঠানে যোগদান করেন তাঁরা। সেখানে ওই সম্প্রদায়ের মানুষদের পরিবেশন করে খাওয়ান। ওই অনুষ্ঠানে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।