ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : খন্ডঘোষ ও গলসি বিধানসভার বামফ্রন্টের দুই প্রার্থীকে নিয়ে গলসিতে মিছিল পরিক্রমা করে। সংযুক্ত মোর্চার আহ্বানে শনিবার গলসিতে জোট প্রার্থী খন্ডঘোষ বিধানসভায় বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী অসীমা রায় এবং গলসী বিধানসভায় বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী নন্দলাল পন্ডিতের সমর্থনে মিছিলের আগে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা ছিলেন পূর্ব বর্ধমান জেলা বামফ্রন্টের আহ্বায়ক ও কৃষক সভার রাজ্য কৃষক নেতা অমল হালদার। এছাড়া বক্তব্য রাখেন জেলা কৃষক নেতা সৈয়দ হোসেন, জাতীয় কংগ্রেস নেতা অসীম দত্ত, সিপিআই নেতা জীতেন মন্ডল, ফরোয়ার্ড ব্লক নেতা অরুন চ্যাটার্জী ও দুই প্রার্থী অসীমা রায়, নন্দলাল পন্ডিত। এদিনের সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন সাংসদ তথা সিপিআইএমের জেলা নেতা সাইদুল হক। সভায় রাজ্য কৃষক নেতা অমল হালদার জাতীয় ও রাজ্যের পরিস্থিতি ব্যাখ্য করেন। বামফ্রন্টের সাফল্য ও তৃনমূলের ব্যর্থতাগুলি তথ্য পরিসংখ্যান সহ তুলে ধরেন। কেন সাধারণ মানুষকে মহাজোটের প্রার্থীদের জয়যুক্ত করতে হবে তা ব্যাখ্য করেন।