Scrooling

আর জি কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে উত্তাল পশ্চিমবঙ্গ, প্রতিবাদ সর্বস্তরে # প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য # হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

বামফ্রন্টের দুই প্রার্থীর সমর্থনে গলসিতে সভা মিছিল



বামফ্রন্টের দুই প্রার্থীর সমর্থনে গলসিতে সভা মিছিল


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : খন্ডঘোষ ও গলসি বিধানসভার বামফ্রন্টের দুই প্রার্থীকে নিয়ে গলসিতে মিছিল পরিক্রমা করে। সংযুক্ত মোর্চার আহ্বানে শনিবার গলসিতে জোট প্রার্থী খন্ডঘোষ বিধানসভায় বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী অসীমা রায় এবং গলসী বিধানসভায় বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী নন্দলাল পন্ডিতের সমর্থনে মিছিলের আগে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা ছিলেন পূর্ব বর্ধমান জেলা বামফ্রন্টের আহ্বায়ক ও কৃষক সভার রাজ্য কৃষক নেতা অমল হালদার। এছাড়া বক্তব্য রাখেন জেলা কৃষক নেতা সৈয়দ হোসেন, জাতীয় কংগ্রেস নেতা অসীম দত্ত, সিপিআই নেতা জীতেন মন্ডল, ফরোয়ার্ড ব্লক নেতা অরুন চ্যাটার্জী ও দুই প্রার্থী অসীমা রায়, নন্দলাল পন্ডিত। এদিনের সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন সাংসদ তথা সিপিআইএমের জেলা নেতা সাইদুল হক। সভায় রাজ্য কৃষক নেতা অমল হালদার জাতীয় ও রাজ্যের পরিস্থিতি ব্যাখ্য করেন। বামফ্রন্টের সাফল্য ও তৃনমূলের ব্যর্থতাগুলি তথ্য পরিসংখ্যান সহ তুলে ধরেন। কেন সাধারণ মানুষকে মহাজোটের প্রার্থীদের জয়যুক্ত করতে হবে তা ব্যাখ‌্য করেন।