Scrooling

হাঁপানি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ? বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ অয়ন শিকদার আগামী ২৫ আগস্ট বর্ধমানে আসছেন। নাম লেখাতে যোগাযোগ 9734548484 অথবা 9434360442 # টি টোয়েন্টি ওয়ার্ল্ড ক্রিকেট ২০২৪ : ভারতের বিশ্ব রেকর্ড, প্রথম থেকে শেষ সব ম্যাচে ভারতের জয় # কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আউসগ্রামের বিউটি বেগম # নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় পশ্চিমবঙ্গ থেকে শপথ নিলেন ডঃ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর # আঠারো তম লোকসভা ভোটের ফলাফল : মোট আসন ৫৪৩টি। NDA - 292, INDIA - 234, Others : 17 # পশ্চিমবঙ্গে ভোটের ফলাফল : তৃণমূল কংগ্রেস - ২৯, বিজেপি - ১২, কংগ্রেস - ১

রাইস ব্র্যান তেল কারখানায় আগুন


 

রাইস ব্র্যান তেল কারখানায় আগুন


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে একটি রাইস ব্র্যান তেল কারখানায়তে আগুন লাগে আজ। ঘটনাটি ঘটে আঝাপুরের মসুন্ডা এলাকায় দুই নম্বর জাতীয় সড়কের পাশে নবযুগ এগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের রাইস ব্র্যান অয়েল ফ্যাক্টরিতে। বন্ধ থাকা এই ফ্যাক্টরীর একজিস্ট ট্রাংকে হঠাৎই আগুন লেগে যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। রাইস ব্র্যান অয়েল ফ্যাক্টরির পক্ষ থেকে জানানো হয়েছে দু'বছর এই ফ্যাক্টরি বন্ধ হয়ে পড়ে রয়েছে। নতুন করে এটি চালু করার জন্য মেশিনপত্র ঠিকঠাক করা হচ্ছিল। 




এইই সময় হঠাৎ করেই আগুন লেগে যায়। প্রাথমিক ভাবে তারা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু অসমর্থ হলে মেমারীর দমকল দপ্তরে খবর দিলে দমকলের দুটি ইঞ্জিন ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।প্রাথমিক পর্যায়ে মনে করা হচ্ছে শট সার্কিট থেকেই এই আগুন লেগেছিল।।