Scrooling

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বঙ্গতনয়া, ৮২তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে সেরা পরিচালকের খেতাব জয় করলেন চিত্রপরিচালক অনুপর্ণা রায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শুভেচ্ছা। # রজতজয়ন্তী বর্ষে সংবাদ প্রভাতী পত্রিকা। সকল পাঠক-পাঠিকা বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের প্রতি শুভেচ্ছা # বর্ধমানে জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ পুণ্যার্থীর মৃত্যু। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর # UGC NET 2025-এ অল ইন্ডিয়া র‍্যাঙ্ক-১ করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পিএইচডি স্কলার নিলুফা ইয়াসমিন # উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

রাইস ব্র্যান তেল কারখানায় আগুন


 

রাইস ব্র্যান তেল কারখানায় আগুন


অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে একটি রাইস ব্র্যান তেল কারখানায়তে আগুন লাগে আজ। ঘটনাটি ঘটে আঝাপুরের মসুন্ডা এলাকায় দুই নম্বর জাতীয় সড়কের পাশে নবযুগ এগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের রাইস ব্র্যান অয়েল ফ্যাক্টরিতে। বন্ধ থাকা এই ফ্যাক্টরীর একজিস্ট ট্রাংকে হঠাৎই আগুন লেগে যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। রাইস ব্র্যান অয়েল ফ্যাক্টরির পক্ষ থেকে জানানো হয়েছে দু'বছর এই ফ্যাক্টরি বন্ধ হয়ে পড়ে রয়েছে। নতুন করে এটি চালু করার জন্য মেশিনপত্র ঠিকঠাক করা হচ্ছিল। 




এইই সময় হঠাৎ করেই আগুন লেগে যায়। প্রাথমিক ভাবে তারা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু অসমর্থ হলে মেমারীর দমকল দপ্তরে খবর দিলে দমকলের দুটি ইঞ্জিন ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।প্রাথমিক পর্যায়ে মনে করা হচ্ছে শট সার্কিট থেকেই এই আগুন লেগেছিল।।