Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

অভিনব উদ্যোগ কয়রাপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠের


 

অভিনব উদ্যোগ কয়রাপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠের


ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। সেই মোতাবেক জেলায় জেলায় শুরু হয়েছে ভোটকর্মীদের প্রশিক্ষণ।এই বছরই প্রথম প্রচুর সংখ্যায় মহিলা ভোটকর্মী নিয়োগ করছেন নির্বাচন কমিশন। কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ মহিলা কর্মীদের এটাই প্রথম ভোট।বিশেষ করে যাঁরা প্রিসাইডিং অফিসার হয়েছেন।পূর্ব বর্ধমানের আউশগ্রাম ১ ব্লকের কয়রাপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠে ভোটকর্মী হিসাবে নিয়োজিত শিক্ষিকারা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সতীনাথ গোস্বামীকে এই সমস্যার কথা জানালে তিনি সংশ্লিষ্ট ব্লকের সমষ্টিউন্নয়ন আধিকারিক অরিন্দম মুখার্জীকে জানান।প্রধান শিক্ষকের ডাকে সাড়া দিয়ে তিনি কয়রাপুর বিদ্যাসাগর বিদ্যালয়ে শিক্ষিকাদের জন্য বিদ্যালয়েতেই বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেন। ইভিএম,ব্যালট ইউনিট ও ভিভিপ্যাড নিয়ে বিদ্যালয়ে হাজির হন ব্লকের নির্বাচনে দায়িত্বে থাকা আধিকারিকরা।তাঁরা সুন্দরভাবে পুরো বিষয়টি আবারও শিক্ষিকাদের বুঝিয়ে দেন।এই বিশেষ প্রশিক্ষণ পেয়ে বিদ্যালয়ের শিক্ষিকারা ভীষণ খুশি তাঁরা প্রধান শিক্ষককে ধন্যবাদ জানান।আর প্রধান শিক্ষক সতীনাথ গোস্বামী ব্লকের সমষ্টি উন্নয়ন অধিকারীককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিদ্যালয়ের পক্ষ থেকে।