Scrooling

উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

জামালপুরে তৃণমূল প্রার্থীর নিরবচ্ছিন্ন প্রচার


 

জামালপুরে তৃণমূল প্রার্থীর নিরবচ্ছিন্ন প্রচার



অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমানের জামালপুরে তৃণমূল প্রার্থী আলোক কুমার মাঝি ব্যাপকভাবে প্রচার করে যাচ্ছেন।তাঁর পাশে থেকে সদা সর্বদা সাহায্য করে চলেছেন তৃণমূল কংগ্রেসের জামালপুর ব্লক সভাপতি মেহেমুদ খান ও যুব সভাপতি ভুতনাথ মালিক। আজ প্রথমেই স্থানীয় সিদ্ধেশ্বর লজে ব্লকের ইমাম ও মোয়াজ্জেমদের সাথে বৈঠক করেন। সেখানে মেহেমুদ খান ও অলোক মাঝি তাঁদের তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে অলোক কুমার মাঝি-কে জয়ী করার আহ্বান জানান। পরে পাঁচড়া অঞ্চলে পাঁচড়া গ্রামে প্রার্থী পদযাত্রা ও বাড়ি বাড়ি প্রচার করেন। 




সাথে ছিলেন সভাপতি মেহেমুদ খান। পরবর্তীতে ব্লক সভাপতির নিজের অফিসে একটি কর্মী বৈঠক করেন। বিকালে বেরুগ্রাম অঞ্চলে নশিপুর থেকে বেরুগ্রাম পর্যন্ত একটি রালি করা হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রার্থী আলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খান, যুব সভাপতি ভুতনাথ মালিক, সংখ্যালঘু সেলের সভাপতি তাবারক আলী মন্ডল, বেরুগ্রাম অঞ্চলের নেতা সাহাবুদ্দিন শেখ সহ অঞ্চল নেতৃত্বরা।




 নিরবচ্ছিন্ন ভাবে প্রচার ও জনসংযোগ করে চলেছে তৃণমূল। প্রার্থী আলোক কুমার মাঝি বলেন দিদি যেভাবে গোটা রাজ্য জুড়ে উন্নয়ন করেছেন তার প্রভাব অবশ্যই ভোটে পড়বে। তিনি তাঁর জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী।মেহেমুদ খান বলেন এই মুহূর্তে তৃণমূলের প্রচারের কাছে বিজেপি বা সি পি এম - কে দেখা যাচ্ছে না। 




জামালপুরের মানুষ অবশ্যই তৃণমূলের প্রার্থী আলোক কুমার মাঝিকে ভোট দিয়ে জয়ী করবেন। ভুতনাথ মালিক বলেন দলনেত্রী আলোক কুমার মাঝিকে প্রার্থী করেছেন তাঁকে জয়ী করাই তাঁদের কাজ। আর দিদি যা উন্নয়ন করেছেন জামালপুরের মানুষ তাঁকেই আশীর্বাদ করবেন। এই আসনে তৃণমূল প্রার্থীই জয়লাভ করবে বলে তিনি মনে করেন।