বিপত্তারিনি মাকে পুজো দিয়ে জামালপুরে বিজেপি প্রার্থীর প্রচার শুরু
অতনু হাজরা, জামালপুর : পূর্ব বর্ধমান জেলার জামালপুরে বিজেপির পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে শিক্ষক বলরাম ব্যাপারী কে। প্রার্থী ঘোষণার পরেই তিনি জামালপুরে প্রচারের কাজে নেমে পড়লেন। তবে তার আগে জাগ্রতা দেবী হালারার বিপত্তারিনি মায়ের কাছে পুজো দিলেন। সেখানে হাজির ছিলেন জামালপুর ব্লকের বিজেপি নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা। হালারা বিপত্তারিনি তলা থেকেই জামালপুর পর্যন্ত পায়ে হেঁটে প্রচার করেন। শেষে জামালপুরে একটি পথসভাও করেন। এই বিধানসভা ভোটে জয়ের ক্ষেত্রে তিনি ১০০ শতাংশ নিশ্চিত।