Scrooling

উচ্চ মাধ্যমিকের পর নিটেও রাজ্যে প্রথম বর্ধমানের রূপায়ণ পাল। # উচ্চমাধ্যমিক ২০২৫ প্রথম দশে ৭২ জন। প্রথম হয়েছে রূপায়ন পাল। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৭ ( ৯৯.৪ শতাংশ) # ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম রায়গঞ্জের করোনেশন হাইস্কুলের অদৃত সরকার। প্রাপ্ত নম্বর ৬৯৬ নম্বর # ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

প্রোস্টেট ডিজিজ : সচেতনতার অভাবে বড় বিপদ হতে পারে


 

প্রোস্টেট ডিজিজ : সচেতনতার অভাবে বড় বিপদ হতে পারে


জগন্নাথ ভৌমিক, বর্ধমান : প্রোস্টেট ডিজিজ এর উপর রবিবার একটি আলোচনা চক্র অনুষ্ঠিত হল বর্ধমান লায়ন্স ক্লাবের সভাকক্ষে। অ্যামরি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মায়াঙ্ক বেইদ প্রোস্টেট ডিজিজ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কিডনি এবং প্রোস্টেট এবিষয়ে প্রোজেক্টারের মাধ্যমে ছবি সহ প্রাণজল ভাষায় আলোকপাত করেন। ডাঃ মায়াঙ্ক বলেন, বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ মানুষের বয়স বৃদ্ধির সঙ্গে প্রোস্টেট গ্রন্থিরও বৃদ্ধি ঘটে। প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি ঘটলে প্রস্রাবের সমস্যা সহ শারীরিক কিছু উপসর্গ দেখা দিতে পারে। অনেক সময় কোনো রকম উপসর্গ ছাড়া হঠাৎ করেই শারীরিক সমস্যা দেখা দেয়। 




এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ জরুরী। প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি হলেই অপারেশন করার দরকার হয়না। ওষুধেও সমস্যার সমাধান সম্ভব। আসলে শরীরের এই অঙ্গটি সম্পর্কে সচেতন থাকা খুবই জরুরি। রুটিন চেকআপ ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চললে ভয়ের কারণ থাকে না। অনেক ক্ষেত্রেই দেখা যায় রোগীর অসচেতনতার কারণে প্রোস্টেট ক্যান্সার হয়। তাই দিনে তিন-চার লিটার জল পান করার পাশাপাশি কোনো রকম সমস্যা হলেই দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এদিন ডাঃ মায়াঙ্ক বেইদ উপস্থিত শ্রোতাদেরও কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন।

রবিবারের এই আলোচনা চক্রের সূচনা করেন আমরি হাসপাতালের (সল্টলেক) জেনারেল ম্যানেজার গৌতম বন্দ্যোপাধ্যায়।