বামফ্রন্টের প্রথম দু'দফা ভোটের প্রার্থী তালিকা ঘোষিত
ডিজিটাল ডেস্ক রিপোর্ট, সংবাদ প্রভাতী : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২৯১ জনের প্রার্থী তালিকা ঘোষণা করার পর শুক্রবারই প্রথম দু'দফা নির্বাচনর জন্য প্রার্থীতালিকা ঘোষণা করলো বামেরা। কংগ্রেস এবং আই এস এফ -এর প্রার্থীতালিকা এখনো ঘোষণা হয়নি। ওই আসনগুলি বাদ দিয়েই প্রার্থী ঘোষণা করেছে বামেরা। এদিন বামফ্রন্টের সভাপতি বিমান বসু প্রার্থীতালিকা ঘোষণা করলেন।
উল্লেখযোগ্য প্রার্থী তালিকায় রয়েছেন সুশান্ত ঘোষ থেকে শুরু করে মধুজা সেন রায়, পুলিনবিহারী বাস্কে ও দেবলীনা হেমব্রম।
দক্ষিণ ২৪ পরগনা
গোসাবা : অনীলচন্দ্র মণ্ডল (আরএসপি)
সাগর : শেখ মুকুলেশ্বর রহমান (সিপিএম)
পাথরপ্রতিমা : কংগ্রেস
কাকদ্বীপ : কংগ্রেস
বাঁকুড়া
ছাতনা : ফাল্গুনী মুখোপাধ্যায় (আরএসপি)
রানিবাঁধ : দেবলীনা হেমব্রম (সিপিএম)
তালডাংরা : মনোরঞ্জন পাত্র (সিপিএম)
বড়জোড়া : সুজিত চক্রবর্তী (সিপিএম)
ইন্দাস : নয়ন শীল (সিপিএম)
সোনামুখী : অজিত রায় (সিপিএম)
ওন্দা : তারাপদ চক্রবর্তী (ফব)
বাঁকুড়া : কংগ্রেস
বিষ্ণুপুর : কংগ্রেস
কোতুলপুর : কংগ্রেস
রাইপুর : আইএসএফ
শালতোড়া – আইএসএফ
পুরুলিয়া
বান্দোয়ান : সুশান্ত বেসরা (সিপিএম)
মানবাজার : যামিনীকান্ত মান্ডি (সিপিএম)
পাড়া : স্বপন বাউড়ি (সিপিএম)
জয়পুর : ধীরেন মাহাতো (ফব)
বলরামপুর : কংগ্রেস
বাঘমুন্ডি : কংগ্রেস
পুরুলিয়া : কংগ্রেস
রঘুনাথপুর : আইএসএফ
কাশীপুর : সিদ্ধান্ত হয়নি
পূর্ব মেদিনীপুর
তমলুক : গৌতম পণ্ডা (সিপিএম)
পাঁশকুড়া পূর্ব : শেখ ইব্রাহিম আলি (সিপিএম)
পাঁশকুড়া পশ্চিম : চিত্তদাস ঠাকুর (সিপিএম)
নন্দকুমার : করুণাশংকর ভৌমিক (সিপিএম)
হলদিয়া : মণিকা কর ভৌমিক (সিপিএম)
চণ্ডীপুর : আশিস গুছাইত (সিপিএম)
খেজুরি : হিমাংশু দাস (সিপিএম)
কাঁথি উত্তর : সুতনু মাইতি (সিপিএম)
রামনগর : সব্যসাচী জানা (সিপিএম)
পটাশপুর : সৈকত গিরি (সিপিআই)
কাঁথি দক্ষিণ : অনুরূপ পণ্ডা (সিপিআই)
ভগবানপুর : কংগ্রেস
ময়না : কংগ্রেস
মহিষাদল : আইএসএফ
নন্দীগ্রাম : সিদ্ধান্ত হয়নি
এগরা : সিদ্ধান্ত হয়নি
পশ্চিম মেদিনীপুর
দাঁতন : শিশির পাত্র (সিপিআই)
কেশিয়াড়ি : পুলিনবিহারী বাস্কে (সিপিএম)
নারায়ণগড় : তাপস সিনহা (সিপিএম)
খড়গপুর গ্রামীণ : শেখ সাদ্দাম আলি (সিপিএম)
ডেবরা : প্রাণকৃষ্ণ মণ্ডল (সিপিএম)
ঘাটাল : কমল দলুই (সিপিএম)
গড়বেতা : তপন ঘোষ (সিপিএম)
শালবনি : সুশান্ত ঘোষ (সিপিএম)
কেশপুর : রামেশ্বর দলুই (সিপিএম)
মেদিনীপুর : তরুণ কুমার ঘোষ (সিপিআই)
সবং : কংগ্রেস
খড়গপুর সদর : কংগ্রেস
পিংলা : সিদ্ধান্ত হয়নি
দাসপুর : সিদ্ধান্ত হয়নি
চন্দ্রকোণা : আইএসএফ
ঝাড়গ্রাম
নয়াগ্রাম : হরিপদ সোরেন (সিপিএম)
গোপীবল্লভপুর : প্রশান্ত দাস (সিপিএম)
ঝাড়গ্রাম : মধুজা সেন রায় (সিপিএম)
বিনপুর : দিবাকর হাঁসদা (সিপিএম)