Scrooling

ষষ্ঠ সিন্ধু জিব্রাল্টার জয় করে ইতিহাসের পাতায় সায়নী # বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় # সুপ্রিম কোর্টের রায়ে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষকের চাকরি গেল # আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিজয়ী ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হল ভারত # প্রয়াত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন # বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় # 'দাদাসাহেব ফালকে' সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

ভূমি পুত্র প্রার্থী চাই এই দাবিতে পোস্টার পড়লো জামালপুরে


 

ভূমি পুত্র প্রার্থী চাই এই দাবিতে পোস্টার পড়লো জামালপুরে


অতনু হাজরা, জামালপুর : রাজ্যে কয়েক দিন আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত এসইউসিআই ছাড়া শাসক বিরোধী কোনো দলই তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে নি।প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে যথেষ্ট সাবধানতা অবলম্বন করছে প্রতিটি দলই। শোনা যাচ্ছে আজ তৃণমূল কংগ্রেস তাঁদের আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে। তবে পূর্ব বর্ধমনের জামালপুরে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হবার আগেই দলীয় প্রতীকে ও মুখ্যমন্ত্রীর ছবি সহ ভূমি পুত্র প্রার্থী চাই এই মর্মে জামালপুরের বিভিন্ন জায়গায় পোস্টার পড়তে দেখা গেল।




সেখানে পরিষ্কার লেখা আছে নেতৃত্বরা সাবধান হন জামালপুরে ভূমি পুত্র প্রার্থী না হলে ভোটের দিন জামালপুর বাসীরা সাপ লুডো খেলে দেখিয়ে দেবে।প্রসঙ্গত ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার সময় জামালপুর থেকে উজ্জ্বল প্রামানিক বিধায়ক নির্বাচিত হন।কিন্তু ২০১৬ সালের নির্বাচনে উজ্জ্বল প্রামানিক বাম প্রার্থী সমর হাজরার কাছে পরাজিত হন।জামালপুরে তৃণমূলের দুটি গোষ্ঠী যে সমান্তরাল ভাবে কাজ করে চলেছে সেটা সকলেরই জানা।একদিকে মেহেমুদ খান গোষ্ঠী, অন্যদিকে উজ্জ্বল প্রামানিক গোষ্ঠী। পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে মেহেমুদ খান সারা ব্লক জুড়ে নানা উন্নয়ন মূলক কাজকর্ম করে চলেছেন। করোনা পরিস্থিতিতে ব্লকের অসহায় সাধারণ মানুষদের খাবার সহ নানা জিনিস তিনি পৌঁছে দিয়েছেন। মহিলাদের নিয়ে রক্তদান শিবির আয়োজন করে সাড়া ফেলে দিয়েছেন। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস জামালপুরে কাকে প্রার্থী করে সেটাই এখন দেখার বিষয়।সাধারণ মানুষ সে দিকেই তাকিয়ে রয়েছে। কারণ এর উপর অনেক কিছুই নির্ভর করছে।